Anubrata Mondal: ‘ফিট’ অনুব্রত মণ্ডল, ‘বীরভূমের বাঘ’কে নিয়ে বিমানবন্দরের দিকে রওনা ইডির
Anubrata Mondal: জোকা ইএসআই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, প্রায় দেড়-দুই ঘণ্টা হাসপাতালে রেখে তাঁর মেডিক্যাল টেস্ট এবং পুঙ্খানুপুঙ্খভাবে শারীরিক পরীক্ষা হয় অনুব্রতর।
কলকাতা: গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ফিট সার্টিফিকেট দিয়ে দিল জোকা ইএসআই হাসপাতাল (Joka ESI Hospital)। হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা সম্পূর্ণ ফিট রয়েছে। অর্থাৎ, কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকছে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকদের। এদিন দুপুর ২টো নাগাদ জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরোন অনুব্রত। তাঁকে গাড়িতে তুলে রওনা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। জানা যাচ্ছে, দমদম বিমানবন্দরের উদ্দেশে অনুব্রত মণ্ডলকে নিয়ে রওনা দিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।
জোকা ইএসআই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, প্রায় দেড়-দুই ঘণ্টা হাসপাতালে রেখে তাঁর মেডিক্যাল টেস্ট এবং পুঙ্খানুপুঙ্খভাবে শারীরিক পরীক্ষা হয় অনুব্রতর। এরপর হাসপাতালেই তাঁর খাওয়ার ব্যবস্থা করা হয় এবং দুপুর দুটো নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে অনুব্রতকে নিয়ে রওনা দেন ইডির গোয়েন্দারা।
উল্লেখ্য, এদিন সকালে রাজ্য পুলিশের তরফে অনুব্রত মণ্ডলকে নিয়ে আসানসোল থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর রাজ্য পুলিশের থেকে ইডির হাতে কেষ্ট মণ্ডলকে হস্তান্তর করা হয়। আপাতত অনুব্রত মণ্ডলকে নিয়ে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন ইডির আধিকারিকরা। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল। একের পর এক মামলা ও আইনি জটে আটকে ছিল অনুব্রতর দিল্লি যাত্রা। শেষ পর্যন্ত আদালত নির্দেশ দিয়েছিল, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও হাসপাতালের চিকিৎসকরা অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং চিকিৎসকরা ফিট সার্টিফিকেট দিলে ইডির তদন্তকারী আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যেতে পারবেন। অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতেও প্রস্তুত ছিল ইডি, সেই কথাও আদালতে জানানো হয়েছিল।