Mid Day Meal: ৮ জেলার ৩০ স্কুল ঘুরে যা জানাল কেন্দ্রের পাঠানো প্রতিনিধি দল
Mid Day Meal: বিগত কয়েকদিন ধরে যে যৌথ সমীক্ষা চালানো হয়েছে, তার তথ্য বিশ্লেষণের পর রাজ্যকে পরামর্শ দেবে কেন্দ্র।
কলকাতা: কেন্দ্রের পাঠানো জয়েন্ট রিভিউ মিশনের (Joint Review Mission) প্রতিনিধি দল বিগত কয়েকদিন ধরে ঘুরে দেখেছেন রাজ্যের বিভিন্ন জেলার মিড ডে মিলের (Mid Day Meal) বাস্তব চিত্র। ৮টি জেলার ১৩টি ব্লকের ৩০টি স্কুল ঘুরে দেখেছেন তাঁরা। তাঁদের হাতে ৮৯৬ জন পড়ুয়ার তথ্য এসেছে। সেগুলি বিশ্লেষণ করে তারপর রিপোর্ট পেশ করা হবে। এদিন রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দলের নীতিগত সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়েছে। রাজ্যের তরফে একাধিক বিষয় তুলে ধরা হয়েছে কেন্দ্রের পাঠানো প্রতিনিধি দলের কাছে। রাজ্যের স্কুলগুলিকে কিছুক্ষেত্রে স্বনির্ভর করার ভাবনার কথাও হয়েছে। বিগত কয়েকদিন ধরে যে যৌথ সমীক্ষা চালানো হয়েছে, তার তথ্য বিশ্লেষণের পর রাজ্যকে পরামর্শ দেবে কেন্দ্র।
জয়েন্ট রিভিউ মিশনের চেয়ারপার্সন অনুরাধা দত্ত এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, অনেক তথ্য উঠে এসেছে এবং বর্তমানে সেগুলি বিশ্লেষণ করার কাজ চলছে। শেষ পর্যন্ত কী বেরিয়ে আসবে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। বিগত কয়েকদিনে জেলায় জেলায় ঘুরে যে তথ্যগুলি পাওয়া গিয়েছে, সেগুলি পুরোপুরি বিশ্লেষণ হলে তারপর কোনও পরামর্শ দেওয়া সম্ভব হবে। এখন কেন্দ্রের পাঠানো এই প্রতিনিধি দল, রাজ্যের স্কুলগুলি পরিদর্শনের পর প্রাপ্ত তথ্যে ভিত্তিতে কী রিপোর্ট জমা দেয়, সেই দিকেই নজর ওয়াকিবহাল মহলের।
এর আগে সাম্প্রতিক অতীতে রাজ্যে মিড ডে মিলের পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। প্রশ্ন তুলেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কিছুদিন আগে কলকাতায় এসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও জানিয়েছিলেন, মিড ডে মিল নিয়ে বিভিন্ন অভিযোগ এসেছে তাঁর কাছে। সেই সময় কলকাতায় বসেই কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে গিয়েছিলেন, রাজ্যের বাস্তব চিত্র খতিয়ে দেখার জন্য জয়েন্ট রিভিউ মিশন পাঠানোর সিদ্ধান্তের কথা। সেই মতো রাজ্যে মিড ডে মিলের পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধি দল। বিগত কয়েকদিন ধরে রাজ্যের একের পর এক স্কুল ঘুরে দেখেন তাঁরা।