RG Kar Protest: সেই ১৪ অগস্টের এক মাস পার, আজ ফের ‘রাত দখলের’ ডাক
RG Kar Protest: জুনিয়র ডাক্তাররা বলছেন, "এক মাস পেরিয়ে গেলেও প্রশাসনের ভূমিকায় আমরা হতাশ। ১৪ সেপ্টেম্বর মহিলাদের রাত দখলের সময় আরজিকর হাসপাতালে ভাঙচুর হয়। পুলিশ উদাসীনতায় পরিচয় দেয়। প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ।"
কলকাতা: আরজি করে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। এখনও বিক্ষোভের আঁচ কমেনি এতটুকু। স্বাস্থ্য ভবনের সামনে পাঁচদিন ধরে ধরনায় রয়েছেন চিকিৎসকরা। নিজেদের দাবিতে অনড় তাঁরা। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে প্রায় প্রতিদিনই পথে নামছে সমাজের সব স্তরের মানুষ। এরই মধ্যে ফের ‘রাত দখলে’র ডাক দেওয়া হল কলকাতা শহরে। আজ, শনিবার রাতে আবারও প্রতিবাদে পথে নামার ডাক। এবার আর্জি জানালেন চিকিৎসকেরা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা মনে করিয়ে দিচ্ছেন ১৪ অগস্টের কথা।
চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের ঠিক পাঁচদিন পর ১৪ অগস্ট ছিল মহিলাদের ‘রাত দখল’। রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নেমেছিলেন হাজার হাজার মহিলা। কোথাও মশাল নিয়ে, কোথাও মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মিছিলে সামিল হয়েছিলেন তাঁরা। আর ঠিক সে সময় আচমকা দুষ্কৃতীরা ঢুকে পড়ে আরজি কর মেডিক্যাল কলেজে। হাসপাতালের এমার্জেন্সি রুম সহ একাধিক জায়গায় রীতিমতো হামলা চালানো হয়, ভেঙে ফেলা হয় চিকিৎসার সরঞ্জাম, তছনছ করে দেওয়া হয় ওয়ার্ড। পুলিশের কড়া পাহারা এড়িয়ে, কীভাবে সেদিন অত মানুষ ঢুকে পড়েছিল, তার উত্তর আজও অধরা। অভিযোগ ওঠে প্রমাণ লোপাটের চেষ্টাতেই এই কাজ করা হয়েছিল।
সেই ঘটনার এক মাস পার হল। তাই আজ, শনিবার, ১৪ সেপ্টেম্বর ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তাররা বলছেন, “এক মাস পেরিয়ে গেলেও প্রশাসনের ভূমিকায় আমরা হতাশ। ১৪ সেপ্টেম্বর মহিলাদের রাত দখলের সময় আরজিকর হাসপাতালে ভাঙচুর হয়। পুলিশ উদাসীনতায় পরিচয় দেয়। প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি জানিয়েছি, স্বাস্থ্য অধিকর্তারও পদত্যাগ দাবি করেছি।”
চিকিৎসকদের আন্দোলনের যে ৫ দফা দাবি, সেই দাবিকে সামনে রেখে রাজ্যবাসী তথা দেশবাসীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। চিকিৎসকরা বলছেন, এই আন্দোলনকে সমর্থন করে, গান-কবিতা, ছবি আঁকার মাধ্যমে আমাদের সমর্থন জানিয়ে প্রতিবাদে নামুন।