Justice Amrita Sinha: ‘চোখ বন্ধ করে থাকতে পারে না আদালত’, জরিমানা ১ লক্ষ থেকে বাড়িয়ে ২ লক্ষ করে দিলেন বিচারপতি সিনহা
Justice Amrita Sinha: এদিন বিচারপতি সিনহা আরও উল্লেখ করেন, সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর ডিভিশন বেঞ্চের কোনও স্থগিতাদেশ নেই। আদালতের নির্দেশ, যার বিরুদ্ধে অভিযোগ তিনি জরিমানার ১ লক্ষ টাকা দিচ্ছেন না বার বার এড়ানোর চেষ্টা করছেন। সেই কারণে জরিমানার অঙ্ক বাড়ানো হল বলে নির্দেশ হাইকোর্ট।
কলকাতা: বেআইনি নির্মাণ নিয়ে আগেও অভিযোগ উঠেছে শহরে। অলিতে-গলিতে জলাশয় বুজিয়ে ফ্ল্যাট তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে, নিয়ম না মেনে মাথা তুলছে বহুতল, এমন অভিযোগও উঠেছে। আর সম্প্রতি গার্ডেনরিচে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তাতে প্রশাসনের বিরুদ্ধে উঠেছে প্রশ্ন। এই ধরনের নির্মাণ রুখতে এবার আরও কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। কলকাতার নন্দীবাগান ১০৬ নম্বর ওয়ার্ড বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মমালা ছিল বুধবার। সেই মামলায় অভিযুক্তের জরিমানা দ্বিগুন করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। সম্প্রতি গার্ডেনরিচে ঝুপড়ির ওপর বাড়ি ভেঙে পড়ার পর অভিযোগ উঠেছে, ওই বহুতল কোনও অনুমোদন ছাড়াই মাথা তুলছিল। এরপরই বেআইনি নির্মাণ নিয়ে কড়া নির্দেশ দিলেন বিচারপতি সিনহা।
এদিন বেআইনি নির্মাণ প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা বলেন, “যারা এসবের যুক্ত তাদের একটা ভাল শিক্ষা দিতে হবে, যাতে আগামিদিনে বেআইনি নির্মাণ বন্ধ হয়। আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না। বিচার না দিলে অন্যায় করা হবে।”
এদিন বিচারপতি সিনহা আরও উল্লেখ করেন, সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর ডিভিশন বেঞ্চের কোনও স্থগিতাদেশ নেই। আদালতের নির্দেশ, যার বিরুদ্ধে অভিযোগ তিনি জরিমানার ১ লক্ষ টাকা দিচ্ছেন না বার বার এড়ানোর চেষ্টা করছেন। সেই কারণে জরিমানার অঙ্ক বাড়ানো হল বলে নির্দেশ হাইকোর্ট। ২ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।