Jyotipriya Mallick: ‘বাঁ হাত-পা প্যারালিসিসের জায়গায়…’, হাসপাতালে যাওয়ার পথে বললেন বালু
Jyotipriya Mallick: ইডি হেফাজতে রয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রতি এক দিন অন্তর কমান্ড হাসপাতালে তাঁর স্বাস্থ্য় পরীক্ষা করানো হচ্ছে আদালতের নির্দেশে। শুক্রবার হাসপাতালে যাওয়ার পথে নিজের স্বাস্থ্যের অবস্থার কথা জানালেন তিনি।
কলকাতা: তিনি যে নির্দোষ, তাঁর মুক্তি যে শুধুই সময়ে অপেক্ষা, একথা সংবাদমাধ্যমের সামনে বারবার বলেছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। স্বাস্থ্য পরীক্ষার জন্য যখনই তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয়, তখনই নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য গলা ফাটান তিনি। তবে শুক্রবার আর সে সব বিষয়ে কথা বলতে শোনা গেল না রেশন দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। শুধু নিজের স্বাস্থ্যের অবস্থার কথা জানালেন সংবাদমাধ্য়মকে। জানালেন প্রায় প্যারালিসিস হওয়ার পথে তাঁর বাঁ হাত ও বাঁ পা। অন্য কোনও প্রশ্নের উত্তর না দিয়েই এদিন গাড়িতে উঠে পড়েন তিনি।
আদালতের নির্দেশে প্রতি একদিন অন্তর কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। সেই মতো শুক্রবার সকালেও তাঁকে বের করা হয় সিজিও কমপ্লেক্স থেকে। নীল পাঞ্জাবি পরে তিনি যখন ইডি দফতর থেকে বেরিয়ে আসছেন, তখন সাংবাদিকরা নানা ধরনের প্রশ্ন করছিলেন তাঁকে। সে সব উত্তর না দিয়ে বালু বলে ওঠেন, আমার শরীর খুব খারাপ। তারপর বাঁ হাত কিছুটা উঁচু করে গালের পাশে এনে বলেন, “আমার বাঁ হাত আর বাঁ পা প্যারালিসিসের জায়গায় চলে যাচ্ছে। আমি হাসপাতালে যাচ্ছি ভাল চিকিৎসার জন্য।”
এদিন আর মুক্তির কথা শোনা যায়নি তাঁর মুখে। তিনি শুধু জানান, হাসপাতাল থেকে ফিরে এসে আবার কথা বলবেন। পরে হাসপাতালে প্রবেশ করার সময় ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়েন তিনি।
উল্লেখ্য, এর আগে এভাবে হাসপাতালে যাওয়ার সময় তিনি বলেছিলেন তাঁর মুক্তি নাকি হয়েই গিয়েছে। তারপর ফের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয় তাঁকে। বর্তমানে হেফাজতেই রয়েছেন তিনি।