Abhijit Murder Case: অভিজিতের স্মৃতি আঁকড়েই পুজোর প্রস্তুতি নিচ্ছে কাঁকুড়গাছির সরকার পরিবার

Post Poll Violence: অভিজিৎ সশরীরে তাঁদের মধ্যে না থাকলেও এ বছরের পুজো বন্ধ হতে দিচ্ছে না অভিজিতের পরিবার।

Abhijit Murder Case: অভিজিতের স্মৃতি আঁকড়েই পুজোর প্রস্তুতি নিচ্ছে কাঁকুড়গাছির সরকার পরিবার
ভোট পরবর্তী হিংসায় নিহত কাঁকুড়গাছির অভিজিৎ সরকার। (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2021 | 9:28 PM

কলকাতা: কথায় বলে, স্মৃতি সতত সুখের। কিন্তু কিছু স্মৃতি সুখের হয় না। কিছু স্মৃতি ফিরে আসে দুঃস্বপ্ন হয়ে। যেমনটা বারবার করে ফিরে আসছে কাঁকুড়গাছির সরকার পরিবারে। এ বছরের দুর্গাপুজো তাঁদের জন্য বিষাদময়। হয়তো, আগামী কয়েকটা বছরেও কোনও বৈচিত্র হবে না। তাও জীবন প্রবাহমান। বয়ে যাওয়া, চলতে থাকাই নিয়ম। তাই অভিজিৎ সশরীরে তাঁদের মধ্যে না থাকলেও এ বছরের পুজো বন্ধ হতে দিচ্ছে না অভিজিতের পরিবার।

রাজ্যের ভোট পরবর্তী হিংসায় নিহত কাঁকুড়গাছির অভিজিৎ সরকার গত বছর থেকেই নিজের পাড়ায়, নিজের উদ্যোগে দশভূজার আরাধনা শুরু করেছিলেন। যেহেতু একবার দুর্গাপুজো করলে পরপর তিনবার পুজো করার রীতি রয়েছে, তাই এই বছরের পুজোর প্রস্তুতি এবং আয়োজনও আগের বছর থেকেই শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ‘গণতন্ত্রের উৎসব’ এসে তছনছ করে দিল সরকার পরিবারকে। সেই ‘উৎসব’ মেটার পর দিয়েই দুষ্কৃতীদের হাতে খুন হতে হয় অভিজিৎকে।

মৃত্যুর পরও অবশ্য ন্যায় বা শান্তি, এখনও কোনওটাই পায়নি অভিজিতের পরিবার। কারণ প্রথমদিকে পুলিশি সহযোগিতা মেলেনি। উল্টে জোর করে প্রকৃত দোষীদের আড়াল করার অভিযোগ ওঠে পুলিশেরই বিরুদ্ধে। শেষমেশ হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হওয়ায় এখন আশার আলো দেখতে পাচ্ছেন অভিজিতের পরিবার।

তবে কাঁকুড়গাছির এই বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার পর থেকেই একটা প্রশ্ন বারবার উঠেছিল, এ বার কি আদৌ সে পাড়ায় পুজো হবে? যিনি পুজোর সূচনা করেছিলেন, তিনিই আর নেই। তাঁর অনুপস্থিতিতে কি আবার মা দুর্গাকে বরণ করার মতো মনে জোর থাকবে সরকার পরিবারের? অবেশেষে সেই প্রশ্নের জবাব মিলেছে।

না, অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার নিজের ভাইয়ের হাতে শুরু হওয়া পুজো বন্ধ হতে দিচ্ছেন না। দীর্ঘ আইনি লড়াইয়ের শেষে ১৩০ দিন পর তাঁর দেহাবশেষ হাতে পেয়েছে পরিবার। শ্রাদ্ধের কাজ হয়েছে। শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেই শুরু হয়ে গিয়েছে অভিজিতের পুজোর দ্বিতীয় বছরের কাজ।

আরও পড়ুন: Babul Supriyo: যাঁর হাত ধরে প্রথম সাংসদ হওয়া, গোল করা শেখা, বাবুলের ফুল-বদলে সেই ‘কোচ’ বললেন…

গত বছর অভিজিতের বাড়ির পাশের স্টুডিয়োতেই তৈরি হয়েছিল প্রতিমা। তবে এ বছর আর তেমনটা হচ্ছে না। অভিজিতের পুজোর প্রতিমা তৈরি হচ্ছে কুমোরটুলিতে। গত বছরের ন্যায়ে এ বছরও অভিজিতের পছন্দের এক চালার ঠাকুর তৈরি হচ্ছে। বাড়ির পাশে ফাঁকা জায়গাতেই পুজো হবে। পুজোর দায়িত্বে রয়েছেন অভিজিতের দাদা বিশ্বজিৎ ও মা। পরিবারের বক্তব্য, অভিজিৎ এই পুজো শুরু করেছিল। এ বার ওঁর স্মৃতিতেই পুজো হবে।

আরও পড়ুন: BJP On Babul Supriyo: ‘সংসার যখন ভেঙেই গিয়েছে…’, বাবুল-বিচ্ছেদকে ‘মিউচুয়াল ডিভোর্স’ বলল বিজেপি