কয়লাকাণ্ডে আইপিএস-সহ রাজ্য পুলিসের ৬ কর্তাকে তলব
তদন্তে জানা গিয়েছে, জাতীয় সড়কের ওপর দিয়েই কয়লার গাড়ি যেত, সেক্ষেত্রে পুলিসের নজর কীভাবে এড়িয়ে গেল, তা নিয়েই উঠছে প্রশ্ন।
কলকাতা: কয়লাকাণ্ডে (Coal Scam Case) এবার ৬ পুলিস কর্তার কাছে নোটিস পাঠাল সিবিআই। তাঁদের মধ্যে এসপি পদমর্যাদার ২ জন আইপিএস রয়েছেন। নিজাম প্যালেস থেকে ইতিমধ্যেই তাঁদের কাছে নোটিস চলে গিয়েছে। এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।
কয়লাকাণ্ডে রাজ্য পুলিসের ৬ কর্তার ভূমিকা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। যে দুই জেলা থেকে মূলত কয়লা পাচার হত, তার দায়িত্বে থাকা পুলিস সুপারদের সঙ্গে কথা বলতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কারণ তদন্তে জানা গিয়েছে, জাতীয় সড়কের ওপর দিয়েই কয়লার গাড়ি যেত, সেক্ষেত্রে পুলিসের নজর কীভাবে এড়িয়ে গেল, তা নিয়েই উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই কয়লাকাণ্ড নিয়ে রাজ্য পুলিস কর্তাদের ভূমিকা নিয়ে সরব হতে দেখা গিয়েছে রাজ্যপালকে। লেখেন, “তদন্তের মধ্যে দিয়ে উর্দিধারীদের মেগা দুর্নীতির পর্দা ফাঁস করা দরকার। তাঁদের অসত্ উপায়ে অর্জিত সম্পত্তির খোঁজ করতে হবে।” দুর্নীতির আঁতুরঘর ভেঙে গণতন্দ্র রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন ধনখড়।
Reports of monstrous corruption and incredible amassing of wealth by public servants @MamataOfficial, their cronies and middlemen are worrisome.
Systemic failure to dent such nefariously flourishing corruption industry, an open secret and talk of town, is a slur on governance.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 23, 2020
বিষয়টি নিয়ে তৎপর হতে দেখা যায় সিবিআই কর্তাদেরও। তদন্তে উঠে আসে একাধিক তথ্য। তা খতিয়ে দেখতেই এবার রাজ্য পুলিস কর্তাদের তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।