নবান্ন অভিযানে নিখোঁজ দীপক পাঁজাকে খুঁজতে হাইকোর্টে মামলা
স্বামী কোথায় আছেন? কেমন আছেন? এই চিন্তাই কুঁড়ে কুঁড়ে খাচ্ছে দীপকের স্ত্রী সরস্বতী পাঁজাকে।
কলকাতা: নবান্ন অভিযানে (DYFI Nabanna Abhijan) গিয়ে নিখোঁজ বাম কর্মী দীপক পাঁজাকে অবিলম্বে খুঁজে আনার দাবিতে হাইকোর্টে (High Court) দায়ের হল। ‘হেবিয়াস করপাস’ মামলা দায়ের করলেন দীপকের স্ত্রী সরস্বতী পাঁজা। শুক্রবার হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্দাল ও অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়।
সাত দিন কেটে গেলেও এখনও বাড়ি ফেরেননি দীপক পাঁজা। পরিবারের পাশে দাঁড়াতে বুধবার দীপকের বাড়িতে যান ডিওয়াইএফআই রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম প্রতিনিধিদল ।
স্বামী কোথায় আছেন? কেমন আছেন? এই চিন্তাই কুঁড়ে কুঁড়ে খাচ্ছে দীপকের স্ত্রী সরস্বতী পাঁজাকে। নিঃসঙ্গ সরস্বতীর বর্তমান থাকেন বাঁশের তৈরি কুঁড়ে ঘরে। স্বামীকে ফিরে পাওয়ার আশা এখনও জিইয়ে রয়েছে মনে। কয়েক দিন ধরে মিলেছে একাধিক নেতা নেত্রীর আশ্বাস।
আরও পড়ুন: জাকিরের উপর কি আইইডি হামলা? নিরাপত্তা নিয়ে কী বলছে রেল
বুধবার রাতে সরস্বতীর মনবল বাড়াতে বাহারপোতা গ্রামে পৌঁছন DYFI রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায়। দীপক পাঁজা হারিয়ে যাওয়ায় রাজ্য সরকারকে প্রধান দায়ী করেন তিনি।