‘স্থানীয় বাসিন্দারাই চাইছেন, জনপ্রতিনিধি হিসাবে সে দাবি তুলে ধরছেন আমাদের নেতারা’, বঙ্গভঙ্গ ইস্যুতে দিলীপ

Dilip Ghosh: বিজেপি যে কোনওদিনও বঙ্গভঙ্গের পক্ষে নয়, সেকথা আগেই স্পষ্ট করেছেন দিলীপ ঘোষ।

'স্থানীয় বাসিন্দারাই চাইছেন, জনপ্রতিনিধি হিসাবে সে দাবি তুলে ধরছেন আমাদের নেতারা', বঙ্গভঙ্গ ইস্যুতে দিলীপ
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2021 | 1:42 PM

কলকাতা: “টিএমসির গুন্ডারা যে অত্যাচার করছে, পুলিশ যে অত্যাচার করছে, তাতে মানুষই ভাবছেন এখানে থাকবেন কিনা! তাঁদেরই আওয়াজ তুলে ধরছেন জনপ্রতিনিধিরা।” বঙ্গভঙ্গের দাবি তুলেছিলেন যে সব দলীয় নেতারা, সেই জন বার্লাদের পাশে দাঁড়াতে গিয়ে এবার এমনটাই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

উত্তরবঙ্গ সফরে গিয়ে পৃথক রাজ্য প্রসঙ্গে মুখ খুলে বিতর্ক তৈরি করেছিলেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্যের বিরোধিতায় মুখ খুলেছেন বিজেপির অন্যান্য নেতারাই। সেই কলকাতায় ফিরে বিতর্কিত বঙ্গ ভঙ্গ ইস্যুতে দিলীপ ঘোষ  দিলেন অন্য যুক্তি। তিনি বলেন, “কোনও বঙ্গ ভাগের কথা কেউ বলেনি। উত্তর বাংলার মানুষ জঙ্গল মহলের মানুষ ৭০-৭৫ বছর থেকে বঞ্চিত। তাঁরা এখনও সেই চাকরির জন্য অন্য রাজ্যে যাচ্ছেন। চিকিৎসার জন্য যাচ্ছেন আর কোনওরকমে শাল পাতা. কেঁদু পাতা ভেঙে নিয়ে এসে জীবন যাপন করছেন। সেখানকার মানুষের যে দাবি আছে উন্নয়নের সেটা হয়নি।”

বাংলা ভাগের দাবির পিছনে শাসকদলের ব্যর্থতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। দিলীপ বলেন, “আজ টিএমসির গুন্ডারা যে অত্যাচার করছে, পুলিশ যে অত্যাচার করছে। তাঁরা ভাবছেন এখানে থাকলে কোনও উন্নতি হবে না। তাঁরা তাই এসব কথা বলছেন আর সেখান থেকে যে জনপ্রতিনিধিরা জিতেছেন তাঁদের ভোটে আর তাঁরা তাঁদের আওয়াজকে তুলে ধরেছেন। কোনও বিভাজনের পক্ষে আমরা নেই।”

বিজেপি যে কোনওদিনও বঙ্গভঙ্গের পক্ষে নয়, সেকথা আগেই স্পষ্ট করেছেন দিলীপ ঘোষ। তবে উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্ন তুলে দিলীপের দাবি, বাংলা ভাগ হলে তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুদিনের উত্তরবঙ্গ সফরে গিয়ে তাঁর একটি বক্তব্যে বিতর্ক নতুন করে দানা বাঁধে। শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে জন বার্লাকে পাশে নিয়ে বলেছিলেন, পৃথক উত্তরবঙ্গের দাবি অনায্য নয়। তাতে তাঁকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রশ্নের মুখে পড়তে হয় বলে সূত্রের খবর। এর আগে পক্ষান্তরে জন বার্লার পাশে দাঁড়িয়েছেন তিনি। তবে তিনি এবার এর নেপথ্যে অন্য যুক্তি খাঁড়া করলেন।

সোমবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত নিয়েও কথা বলেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “আমরা চাই খুব তাড়াতাড়ি তদন্ত শুরু হোক। এত মানুষ ঘর ছাড়া হয়েছেন, এতো সম্পত্তি নষ্ট হয়েছে, মৃত্যু হয়েছে, মহিলারা অত্যাচারিত হয়েছেন, তার তদন্ত হওয়া দরকার। দোষীরা শাস্তি পাক আর যাদের সত্যি সত্যি ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ পাক। নাহলে মানুষের তো আইন ব্যবস্থা- সিবিআই, কারোর ওপরেই ভরসা থাকবে না।” আরও পড়ুন: ফের ১২১ নম্বর ওয়ার্ডেই! বেহালার শুটআউটে আবারও শাসক-কোন্দলের ইঙ্গিত