মেট্রো ডেয়ারি মামলায় কেভেন্টার্সের দুই অফিসে তল্লাশি ইডি-র

বাজারদরের থেকে কম দামে কেভেন্টার্স (Keventers) গোষ্ঠীকে মেট্রো ডেয়ারি শেয়ার বিক্রির অভিযোগ উঠেছে।

মেট্রো ডেয়ারি মামলায় কেভেন্টার্সের দুই অফিসে তল্লাশি ইডি-র
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 04, 2021 | 5:29 PM

কলকাতা: মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি নিয়ে তদন্ত করছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। বাজারদরের থেকে কম দামে কেভেন্টার্স (Keventers) গোষ্ঠীকে মেট্রো ডেয়ারি শেয়ার বিক্রির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে ইডির (ED) চারটি দল কেভেন্টার্স গোষ্ঠীর দুই অফিসে তল্লাশি চালায়।

৩৪ বাই ১ ডায়মন্ড হারবার রোডে কেভেন্টার্সের অফিসেও চলে তল্লাশি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে ইডি অফিসাররা ডায়মন্ডহারবার রোডের অফিসে ঢোকেন। সিআরপিএফ-এর জওয়ানদের সঙ্গে নিয়ে ৫-৬ জন আধিকারিক ভিতরে ঢোকেন।

উল্লেখ্য, মেট্রো ডেয়ারির শেয়ার ছিল রাজ্য সরকারের। পরে রাজ্য সরকার তা ছেড়ে দেয়। ২০১৭ সালে রাজ্য সরকারের থেকে মেট্রো ডেয়ারির ৪৭ শতাংশ শেয়ার  কেভেন্টার্স  কিনে নেয়। কিন্তু অভিযোগ ওঠে, তৎকালীন বাজারদরের থেকে অনেক কম দামে কেভেন্টার্স মেট্রো ডেয়ারির শেয়ার কেনে। সেক্ষেত্রে কম দামে কেনার ক্ষেত্রে সুবিধা পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এ ক্ষেত্রে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। তদন্তে নামে ইডি। বৃহস্পতিবার সকাল থেকই মেট্রো ডেয়ারির মামলায় শহরের দু’জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।

আরও পড়ুন: জোড়াবাগান শিশু খুনে শুরু রাজনৈতিক চাপানউতোর, বিজেপি নেতাদের কিল, চড়, ঘুষি

সূত্রের খবর, ইডি আধিকারিকরা বিভিন্ন নথি খতিয়ে দেখছেন। সেখানে বিভিন্ন কর্তাদেরও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে।