নিউটাউন শুটআউট কাণ্ডে উঠে আসছে বিদেশি যোগ! জেরায় চাঞ্চল্যকর তথ্য
বিভিন্ন নাম ভাড়িয়ে ভরত কুমার মোবাইলের সিম কিনত। ভোডাফোন ও এয়ারটেলের সিমই বেশি কিনত। এই সিমগুলো পঞ্জাবে নিয়ে গিয়ে পোর্ট করে, সেগুলি বেশি দামে বিক্রি করত।
কলকাতা: নিউটাউন শুটআউট কাণ্ডে (Newtown Shootout Case) এবার নয়া মোড়। নিহত দুই কুখ্যাত গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার (Jaipal Singh Bhullar) ও যশপ্রীতের (Yashpreet) সঙ্গী ভরত কুমারকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। গোয়েন্দাদের দাবি, দুই গ্যাংস্টার ও তার সঙ্গীদের টাকা দিয়ে সাহায্য করত কানাডার এক বাসিন্দা। তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম এখনও প্রকাশ্যে আনতে চাইছেন না তদন্তকারীরা।
তদন্তে জানা গিয়েছে, এর আগে একাধিকবার যশপ্রীত সিং ও ভরত কুমার কলকাতায় এসেছিলেন। বিভিন্ন নাম ভাড়িয়ে ভরত কুমার তাদের জন্য মোবাইলের সিম কিনত। ভোডাফোন ও এয়ারটেলের সিমই বেশি কেনা হত বলে জানা গিয়েছে। পরে এই সিমগুলো পঞ্জাবে নিয়ে গিয়ে পোর্ট করে, সেগুলি বেশি দামে বিক্রি করা হত। ভরত কুমারের ব্যক্তিগত জীবন সম্পর্কেও বেশ কয়েকটি তথ্য এসেছে পুলিশের হাতে। তাঁর স্ত্রীয়ের তিনটি বিয়ে। ১৩ বছরের এক সন্তান রয়েছে ভরতের। তবে ঘটনার পর থেকে আত্মগোপন করেছে ভরত কুমারের স্ত্রী।
তদন্তে জানা গিয়েছে, কানাডার এক বাসিন্দা আর্থিক সাহায্য করত জয়পাল-যশপ্রীতদের। এদিকে, তদন্তে উঠে এসেছে জয়পালদের সঙ্গে পুলিশি-যোগের কথাও। হরিয়ানার পুলিশ কর্মী অমরজিৎ সিংয়ের আইডি ব্যবহার করেছিল গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লারের (Jaipal Singh Bhullar) সঙ্গী ভরত কুমার। গোয়ালিয়র টোলপ্লাজায় সেই আইডি দেখিয়েছিল ভরত কুমার। অমরজিতকে আটক করেছিল পুলিশ।
অমরজিৎ সিংয়ের অফিসিয়াল আইডি কীভাবে ভরত কুমারের হাতে এল? তা খতিয়ে দেখা হচ্ছে। নিউটাউন শুটআউটকাণ্ডে দুটি সংস্থা আলাদা আলাদা পর্যায়ে তদন্ত করছে। একদিকে পঞ্জাব পুলিশ তদন্ত করছে। ভুল্লার ও ভুল্লারদের অ্যাসোসিয়েটদের নিয়ে তদন্ত করছে। পশ্চিমবঙ্গ পুলিশ জানার চেষ্টা করছে, ভুল্লারদের বাংলা যোগ কীভাবে?