Jago Bangla: মানচিত্র বিতর্কে তৃণমূলের মুখপত্র, আইনি নোটিস বিজেপির
BJP: বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি যে আইনি নোটিস দিয়েছেন, সেখানে উল্লেখ করা হয়েছে, ভারতীয় মানচিত্রকে তৃণমূলের মুখপত্রে যেভাবে বিকৃত করা হয়েছে তা আন্তর্জাতিক স্তরে ভারতের জন্য ক্ষতিকর।
কলকাতা: মানচিত্র বিতর্কে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা‘ (Jago Bangla)। শনিবার ২৯ জানুয়ারির জাগো বাংলার সংখ্যায় সম্পাদকীয়তে ভারতের অসম্পূর্ণ মানচিত্র ছাপার অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির তরফে একটি আইনি নোটিসও পাঠানো হয়েছে। বিজেপি নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই নোটিস পাঠিয়েছেন। যদিও তৃণমূলের (Trinamool Congress) তরফে দাবি করা হয়েছে, এরকম কোনও ভুল হয়ে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত। বিজেপি (BJP) স্বভাববশত এটা নিয়ে রাজনীতি করছে। শনিবার অর্থনীতিবিদ অভিরূপ সরকারের একটি লেখা প্রকাশ হয়েছে এই পাতায়। সেখানে ভারতের যে মানচিত্রের ছবি ব্যবহার করা হয়েছে তা অসম্পূর্ণ বলে দাবি বিজেপির। কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর সেই মানচিত্রে পুরোপুরি নেই বলে অভিযোগ উঠেছে।
A distorted map of Bharat has been displayed today in the anti-India magazine of @AITCofficial @MamataOfficial @Abhi @KunalGhoshAgain called @jago_bangla . @amitmalviya @BJP4Bengal pic.twitter.com/S8km1SNCvB
— Rathindra Bose (@rathindraOFC) January 29, 2022
বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি যে আইনি নোটিস দিয়েছেন, সেখানে উল্লেখ করা হয়েছে, ভারতীয় মানচিত্রকে তৃণমূলের মুখপত্রে যেভাবে বিকৃত করা হয়েছে তা আন্তর্জাতিক স্তরে ভারতের জন্য ক্ষতিকর। তাই জাগো বাংলা কর্তৃপক্ষকে এ নিয়ে ব্যাখ্যা দিতে হবে দেশের মানুষের কাছে। নোটিসে লেখা হয়েছে, ‘আপনারা ইচ্ছাকৃত জম্মু কাশ্মীরকে বাদ রেখে এই মানচিত্রটি প্রকাশ করেছেন। নিজেদের রাজনৈতিক বসদের খুশি করতেই এই ঘটনা।’ একইসঙ্গে বলা হয়েছে, এই ধরনের জিনিস প্রকাশ করে ভারতের সৌভ্রাতৃত্ব, জাতীয় সংহতিকে খর্ব করার চেষ্টা করা হয়েছে।
এ প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “পণ্ডিত নেহরু যদি সে সময় পরিস্থিতি পুরোটা নিজে নিয়ন্ত্রণ করতেন তা হলে এই পরিস্থিতিই হোত না। সর্দার প্যাটেল নেহরুর প্রবল বিরোধিতা করে এবং ভারতবর্ষের সমস্ত জাতীয়তাবাদীদের আবেগকে সঙ্গে নিয়ে ওই ভূখণ্ডটি ভারতবর্ষের মধ্যে রেখে দিয়েছিলেন। নেহরুর সবথেকে বড় অবদান ভারতবাসীর জন্য কাশ্মীর সমস্যা। তিনি সম্পূর্ণভাবে দায়ী। তৃণমূল কংগ্রেস তো আর কংগ্রেসের থেকে আলাদা নয়। তৃণমূল কংগ্রেস আসলে কংগ্রেসের ঐতিহ্যটা বহন করছে। কংগ্রেসের গর্ভ থেকেই ওদের জন্ম।”
যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, “বিজেপি তো কাগজপত্র বের করে না। দৈনিক কাগজ কীভাবে কী হয় তার সঙ্গে তো ওদের কোনও সম্পর্ক নেই। জনগণের সঙ্গেও নেই! কোর্টে কোর্টেই ঘুরে বেড়ায়। আমি এই বিষয়টা নির্দিষ্টভাবে দেখিনি, তবে যদি হয়ে থাকে এটা একটা বিভাগীয় বিষয় থাকে, তাড়াহুড়ো করে পেজ মেকআপ হয়। যদি কোথাও কোনও ভুলবশতও কিছু হয়ে থাকে। কারণ, অনেক সময়ই নেট থেকে ছবি নেওয়া হয়, তাড়াহুড়োর মধ্যে ডিজাইনার ছবি নামান। এর সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই। যদি থাকেও তাহলে সেটা সম্পূর্ণ ভুল। বিজেপির এ নিয়ে নাচানাচি করার কোনও কারণ ঘটেনি।”
আরও পড়ুন: ‘দিলীপ ঘোষকে দেখলে লোক এমনিই ভিড় করে, আমি পিছানোর মানুষ নই’, পুলিশের সঙ্গে তুমুল বচসা
আরও পড়ুন: মায়ের সঙ্গে ‘পাড়ার কাকু’কে অন্যভাবে দেখে ফেলেছিল, মর্মান্তিক পরিণতি ৭ বছরের খুদের!