কলকাতা থেকে শিশু চুরি করে ভিনরাজ্যে বিক্রি, তাড়া খেয়ে আত্মসমর্পণ ছেলেধরার
২৪ জানুয়ারি রাতে সিআর অ্যাভিনিউর সামনে থেকে বাচ্চাটি চুরি হয়
কলকাতা: রাতের কলকাতা, প্রতিদিনের মতো সেদিনও চিত্তরঞ্জন অ্যাভিনিউর ফুটপাতে ঘুমোচ্ছিল একটি তিন বছরের শিশু। সুযোগ বুঝে তাকেই চুরি করে সুদূর ঝাড়খণ্ডে বিক্রি করে দিয়েছিল এক ছেলেধরা। তবে শেষ রক্ষা হল না। পুলিশের তাড়া খেয়ে ঝাড়খণ্ডের একটি থানায় গিয়ে আত্মসমর্পণ করল অপহরণকারী। কলকাতা পুলিশের সক্রিয়তায় দুধের শিশুকে খুঁজে পেলেন মা।
পুলিশ সূত্রের খবর, গত ২৪ জানুয়ারি রাতে ৫২ সিআর অ্যাভিনিউর সামনে থেকে একটি বাচ্চা নিঁখোজ হয়ে যায়। রাতভর তন্নতন্ন করে খোঁজার পরও তাকে না পেয়ে বউবাজার থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নেমে রাজপথের একের পর এক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। আর তাতেই সূত্র পাওয়া যায়। এক গাড়ি ড্রাইভারের উপর সন্দেহ হয় পুলিশের। তবে সেই গাড়ি মালিকের খোঁজ করতে গিয়েই ধাক্কা। দেখা যায়, মহম্মদ ইউসুফ নামে এক ব্যক্তি গাড়িটি কড়েয়া থানার একজনকে বিক্রি করে দিয়েছে। কিন্তু তারপর সে কোথায় গিয়েছে তা জানাতে পারেনি কেউ। একে একে দুই করে নেয় পুলিশ। খোঁজ শুরু হয় মহম্মদ ইউসুফের।
আরও পড়ুন: অমিত শাহ আসছেন না, বাতিল সব কর্মসূচি
কিন্তু পুলিশ তার কাছে পৌঁছনোর আগেই ধরাছোঁয়ার বাইরে চলে যেত অভিযুক্ত। এইভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে পালাতে অবশেষে শুক্রবার ঝাড়খণ্ড পুলিশের কাছে বাচ্চাটিকে নিয়ে নিজেই ধরা দেয় ইউসুফ। ঝাড়খণ্ড থানার পুলিশ সঙ্গে সঙ্গে ইউসুফকে গ্রেফতার করে এবং কলকাতা পুলিশকে জানায়। জানা যায়, পুলিশের কাছে নিজেই সে বাচ্চা চুরির কথা স্বীকার করে নিয়েছে। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এরপর ঝাড়খণ্ড পুলিশ কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে বউবাজার থানার আধিকারিকরা বাচ্চাটিকে আনতে ঝাড়খণ্ড রওনা হয়ে গিয়েছেন বলে খবর।
আরও পড়ুন: বাংলায় লেখা ‘জয় শ্রীরাম’ মাস্কে সংসদে লকেট, কাকে বার্তা দিলেন?
কলকাতার ফুটপাত থেকে শিশু চুরির ঘটনা এই প্রথম নয়। বছরখানেক আগে জোড়াসাঁকো থানা এলাকা থেকে একইভাবে বছর তিনেকের একটি শিশুকন্যাকে ঘুমন্ত অবস্থায় চুরি করা হয়। ওই ঘটনায় অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু আজও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।