Kolkata Metro: চল্লিশে পা দিতে চলেছে দেশের প্রথম মেট্রো! ৬০ নয়, তিন বছরেই ১৩০ কিমি-র দৌড় দেবে কলকাতা মেট্রো
Kolkata Metro: ১৯৮৪ সালের ২৪ অক্টোবর প্রথম এসপ্ল্যানেড এবং ভবানীপুরের (এখন নেতাজী ভবন) মধ্যে প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তায় চলেছিল ভারতের প্রথম মেট্রো। সেই সময় মেট্রোর জেনারেল ম্যানেজার ছিলেন শ্রী কে এন দাশগুপ্ত।
কলকাতা: হাতে আর ক’টা দিন। তারপরেই জন্মদিন। কথা হচ্ছে কলকাতা মেট্রোকে নিয়ে। আর ক’দিন পরেই চল্লিশ বছরে পা দিচ্ছে কলকাতা মেট্রো। ১৯৮৪ সালে ২৪ অক্টোবর কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হয়। চলতি বছরের অক্টোবর সেই যাত্রার ৪০ বছর। সেই উপলক্ষে এদিন সাংবাদিক বৈঠক করেন মেট্রোর জেনারেল ম্যানেজার। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র-সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন করেন কলকাতা মেট্রো নতুন স্মার্ট কার্ডেরও। যেখানে ৪০ বছরের নতুন লোগো প্রকাশ করা হয়।
১৯৮৪ সালের ২৪ অক্টোবর প্রথম এসপ্ল্যানেড এবং ভবানীপুরের (এখন নেতাজী ভবন) মধ্যে প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তায় চলেছিল ভারতের প্রথম মেট্রো। সেই সময় মেট্রোর জেনারেল ম্যানেজার ছিলেন শ্রী কে এন দাশগুপ্ত। তিনিই নারকেল ফাটিয়ে দেশের প্রথম মেট্রোর উদ্বোধন করেন। তিন স্টেশনে ছুটেছিল মেট্রো, পার্কস্ট্রিট-ময়দান-রবীন্দ্র সদন। বাকিটা তো ইতিহাস। দিন যত গিয়েছে ততই যেন দিনে দিনে কলকাতার অন্যতম প্রধান লাইফলাইনে পরিণত হয়েছে মেট্রো।
চুরাশির সেই ঐতিহাসিক দিনের পর শুধুই যেন মেট্রোর জয় যাত্রা। তারপর তো গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে কত জল। এখন তো গঙ্গার নিচ দিয়েও ছুটছে মেট্রো। কলকাতা মেট্রো নেটওয়ার্ক বর্তমানে তার ডালপালা মেলেছে প্রায় ৬০ কিলোমিটার। শুধু কলকাতা নয়, পার্শ্ববর্তী জেলার মানুষদের অন্যতম প্রধান ভরসার জায়গা হয়ে উঠেছে এই মেট্রো। ২০২৫ সালের শেষে আরও ৯০ কিলোমিটার ছুটবে মেট্রো। ২০২৭ সালের মধ্যে দৌড়ের পাল্লা একেবারে ১৩০ কিলোমিটার। শহরের সঙ্গে জুড়বে শহরতলি। জন্মদিনের প্রাক্কালে সে কথাই জানালেন কলকাতার মেট্রো কর্তারা।