Kolkata Metro: দোলের সকালে কোথাও যাওয়ার প্ল্যান রয়েছে? ভোগান্তি হতে পারে মেট্রোর জন্য
Kolkata Metro Rail Service: শুধু সংখ্যাতেই কম চলবে মেট্রো এমন নয়, দোলের দিন কম সময়ের জন্যও চালু থাকবে কলকাতা মেট্রো রেল পরিষেবা। তাই সকালে যদি আপনার কোথাও যাওয়ার থাকে, তাহলে মেট্রোয় যাওয়ার কথা ভুলে যান এবং হাতে বাড়তি সময় নিয়ে বেরোন।
কলকাতা : শুক্রবার দোলযাত্রা (Dolyatra)। বসন্তের রঙে সেজে উঠে গোটা শহর। তবে আপনার যদি সকাল সকাল কোথায় যাওয়ার ‘প্ল্যান’ থাকে, তাহলে হাতে সময় নিয়ে বেরোন। কারণ, শুক্রবার সকালে আপনি কোনও মেট্রো পাবেন না। আগামী শুক্রবার দোলের দিন চলবে মাত্র ৫৮ টি মেট্রো। দুপুর আড়াইটে থেকে শুরু হয়ে রাত সাড়ে দশটা পর্যন্ত চলবে মেট্রো। কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে। অর্থাৎ, শুধু সংখ্যাতেই কম চলবে মেট্রো এমন নয়, দোলের দিন কম সময়ের জন্যও চালু থাকবে কলকাতা মেট্রো রেল পরিষেবা। তাই সকালে যদি আপনার কোথাও যাওয়ার থাকে, তাহলে মেট্রোয় যাওয়ার কথা ভুলে যান এবং হাতে বাড়তি সময় নিয়ে বেরোন।
উল্লেখ্য, শহর কলকাতার জন্য মেট্রো রেল পরিষেবা হল এককথায় লাইফলাইন। শহরের যানজট এড়িয়ে খুব কম সময়ের ব্যবধানে নিজের গন্তব্যে পৌঁছে যাওয়া যায় একমাত্র মেট্রোর মাধ্যমে। শহর ও শহরতলির একটি বড় অংশের মানুষের কাছে, তাদের নিত্যদিনের যাতায়াতের জন্য প্রথম পছন্দ মেট্রো রেলই। তাই মেট্রো রেল পরিষেবা দোলের দিন সকালে বন্ধ থাকায় বিপাকে পড়তে পারেন অনেকেই। দোলের দিন সাধারণভাবে অফিস ছুটি থাকলেও, অনেককেই নিজেদের কর্মক্ষেত্রে যেতে হয় ওইদিনে। তাদের জন্য সমস্যা তৈরি হতে পারে দোলের দিন অফিস যাওয়ার ক্ষেত্রে।
এদিকে আগামিকাল অর্থাৎ, ১৫ মার্চ থেকে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও বর্তমানে বন্ধ থাকবে তিন দিনের জন্য। অর্থাৎ, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট মেট্রোর সুবিধা পাওয়া যাবে না। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আগেই এ কথা জানিয়ে দেওয়া হয়েছিল। এই তিন দিন ধরে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণেই বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। এবার সেই মেট্রো ভোগান্তি আরও একদিন বাড়তে চলেছে শহরবাসীর জন্য। কারণ, শুক্রবার দোলের দিন কম পরিষেবা চালু রাখবে কলকাতা মেট্রো। সব মিলিয়ে মাত্র ৫৮ টি মেট্রো চলবে কলকাতা শহরে।
আরও পড়ুন : CPIM State Conference: ‘অক্সিজেনের খোঁজে’ তিন দিনের রাজ্য সম্মেলন ধুঁকতে থাকা সিপিআইএমের, মিলবে কি জিয়নকাঠি?
আরও পড়ুন : Dengue: ডেঙ্গিতে বিপজ্জনক তালিকায় রাজ্যে ৪৩ পুরসভা! জেনে নিন কোন জেলায় ভয় সবথেকে বেশি?