KMC Election 2021: তৃণমূলের প্রার্থী তালিকায় কারা বাদ? কেন বাদ?

KMC Election 2021: ১৪৪ টি আসনের মধ্যে ৮৭ জনকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৮ জন নিজের ওয়ার্ডেই টিকিট পাচ্ছেন, বাকিদের ওয়ার্ড বদল হয়েছে। টিকিট পাননি ৩৯ জন। বিভিন্ন কারণে তাঁদের বাদ দিয়েছে দলীয় নেতৃত্ব।

KMC Election 2021: তৃণমূলের প্রার্থী তালিকায় কারা বাদ? কেন বাদ?
কলকাতা পৌরনিগমের নির্বাচন (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2021 | 1:20 AM

কলকাতা : তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে দিনভর বৈঠক হয়েছে। প্রশান্ত কিশোরকে নিয়ে হয়েছে সেই বৈঠক। তাই বেশ বিচক্ষণতার সঙ্গেই যে সেই তালিকা তৈরি করা হয়েছে, তার আঁচ পাওয়া গিয়েছে। সাংবাদিক বৈঠকের শুরুতেই এ দিন পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তালিকায় ৩৯ জনের নাম বাদ পড়েছে। তাঁদের সংগঠনের কাজে লাগানো হবে বলেও উল্লেখ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে বেশ কিছু পুরনো নাম। প্রশ্ন উঠছে, এত বছর বাদে কেন বাদ পড়লেন তাঁরা? দলের ভাবমূর্তি স্বচ্ছ করতেই কি এমন সিদ্ধান্ত?

কারা বাদ পড়লেন, একনজরে

১ নম্বর ওয়ার্ডের সীতা জয়সয়ারা, ২ নম্বর ওয়ার্ডে পুষ্পালি সিনহা, ৮ নম্বর ওয়ার্ডে পার্থ মিত্র, ১২ নম্বর ওয়ার্ডে প্রণতি ভট্টাচার্য, ১৬ নম্বর ওয়ার্ডে সাধন সাহা, ২৫ নম্বর ওয়ার্ডে স্মিতা বক্সি, ৩১ নম্বর ওয়ার্ডে সুনন্দা গুহ, ৪০ নম্বর ওয়ার্ডে স্বপ্না দাস, ৪৮ নম্বর ওয়ার্ডে সত্যেন্দ্রনাথ দে, ৫১ নম্বর ওয়ার্ডে সঞ্চিতা মন্ডল, ৬০ নম্বর ওয়ার্ডে কাইজার জামিল, ৬৪ নম্বর ওয়ার্ডে ইকবাল আহমেদ (সিনিয়র), ৭৩ নম্বর ওয়ার্ডে রতন মালাকার, ৮৩ নম্বর ওয়ার্ডে মঞ্জুশ্রী মজুমদার, ৯৩ নম্বর ওয়ার্ডে রতন দে, ৯৪ নম্বর ওয়ার্ডে অর্চনা সেনগুপ্ত, ১০০ নম্বর ওয়ার্ডে সুস্মিতা দাম, ১০৬ নম্বর ওয়ার্ডে মধুমিতা চক্রবর্তী, ১১৯ নম্বর ওয়ার্ডে অশোকা মন্ডল, ১২৬ নম্বর ওয়ার্ডে শিপ্রা ঘটক, ১৩৮ নম্বর ওয়ার্ডে তপশিরা বেগম, ১৩৯ নম্বর ওয়ার্ডে আফতাব উদ্দিন আহমেদ, ১৪১ নম্বর ওয়ার্ডে মমতাজ বেগম।

কেন বাদ পড়লেন, কী বলছেন বিশ্লেষকরা?

১. দলের সাংগঠনিক দক্ষতা প্রমাণ করতে না পারা

২. দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ।

৩. এর মধ্যে অনেকেই দলের প্রতীক দেখিয়ে ভোট পেয়েছেন, সংগঠন গড়ে তুলতে পারেননি।

৪. ব্যাপকভাবে স্বজন পোষনের অভিযোগ রয়েছে অনেকের বিরুদ্ধে।

৫. বয়সের কারণে অনেককে বাদ দেওয়া হয়েছে।

৬. তরুণ মুখকে প্রাধান্য দেওয়ার জন্য বাদ দেওয়া হয়েছে বেশ কয়েক জনকে।

৭. দলের নীচুতলার কর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অনেকের। তাই তাঁদের বাদ দেওয়া হয়েছে।

৮. দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগও রয়েছে কারও কারও বিরুদ্ধে।

৯. দলের গোষ্ঠীকোন্দলের কারণে জায়গা পেলেন না এদের মধ্যে কেই কেউ।

১০. প্রশান্ত কিশোর তথা আইপ্যাকের রিপোর্টে কারও কারও নামের পাশে ভালো নম্বর পড়েনি। দলের সুনজরেও নেই অনেকে।

এ দিকে, ‘এক ব্যক্তি এক পদ’ নীতি পদ থেকে সরে এসে দলের প্রয়োজনে ৬ বিধায়ককেই তালিকায় রাখা হয়েছে। প্রশাসক মণ্ডলীতে থাকা ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবব্রত মজুমদার ও দেবাশিস কুমার এবারও টিকিট পেয়েছেন। পাশাপাশি আরও ২ বিধায়কও ওই তালিকায় জায়গা পেয়েছেন রত্না চট্টোপাধ্যায় ও পরেশ পাল। এ ছাড়া, সাংসদ হওয়া সত্ত্বেও টিকিট দেওয়া হচ্ছে মালা রায়কে। তবে প্রার্থী তালিকায় নাম নেই রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের। তাঁর স্ত্রীকে টিকিট দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, অভিজ্ঞতার কথা মাথায় রেখেই ওই সিদ্ধান্ত নিয়েছে দল।

আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: টিকিট পেলেন শশীর মেয়ে, চন্দ্রিমার ছেলে, শান্তনুর স্ত্রী