স্কুটি দুর্ঘটনায় মৃত্যু মহিলা পুলিশ কর্মীর

পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুলিশের (Kolkata Police) মহিলা কনস্টেবলের।

স্কুটি দুর্ঘটনায় মৃত্যু মহিলা পুলিশ কর্মীর
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Mar 26, 2021 | 5:17 PM

কলকাতা: পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুলিশের (Kolkata Police) মহিলা কনস্টেবলের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বিধান স্মরণী ও গালিব স্ট্রিটের ক্রসিংয়ের মাঝে। মৃত পুলিশ কর্মীর নাম মমতা বসাক (৩০)।

সূত্রে জানা গিয়েছে, স্কুটার নিয়ে দুই মহিলা পুলিশ কর্মী যাচ্ছিলেন। স্কুটারের পিছনের আসনে বসে ছিলেন মমতা বসাক। আচমকাই চাকা স্কিড করে যায়। দু’জনে স্কুটি নিয়ে পড়ে যান। সেই সময় পিছনে থেকে আসা একটি গাড়ি মমতার ওপর দিয়ে চলে যায়।

আরও পড়ুন: রাজনৈতিক প্রচারে না যাওয়ায় ছাত্রকে কুপিয়ে খুনের চেষ্টা! অভিযুক্ত তৃণমূল নেতা

মমতা বসাক গুরতর আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। যে মহিলা পুলিশ কর্মী স্কুটি চালাচ্ছিলেন, তাঁর হাতে ও পায়ে আঘাত লাগে। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।