Kolkata Police: শহরে পুজোর মেগা কার্নিভাল, তাই ‘ধরনা-তলায়’ শুক্রবার ‘না’ পুলিশের

Job Seekers Agitation: কলকাতা পুলিশের ময়দান থানার তরফে ইতিমধ্যেই আন্দোলনরত চাকরিপ্রার্থীদের বিভিন্ন মঞ্চের কাছে ই-মেল পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, পুজোর কার্নিভালের জন্য আগামিকাল রেড রোড ও সংলগ্ন এলাকাগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

Kolkata Police: শহরে পুজোর মেগা কার্নিভাল, তাই 'ধরনা-তলায়' শুক্রবার 'না' পুলিশের
ধরনা-তলায় পুলিশের 'না'Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 6:08 PM

কলকাতা: শুক্রবার শহরের বুকে মেগা কার্নিভাল। কলকাতা ও শহরতলির শতাধিক পুজো কমিটি নিজেদের সুসজ্জিত ট্যাবলোয় দেবী প্রতিমা নিয়ে সামিল হবে দুর্গাপুজোর কার্নিভালে। আর তার আগে ফের পুলিশের চিঠি গেল ধর্মতলার ‘ধরনা-তলায়’। কার্নিভালের জন্য আগামিকাল (শুক্রবার) ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে কিংবা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধরনায় বসতে নিষেধ করা হয়েছে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের।

কলকাতা পুলিশের ময়দান থানার তরফে ইতিমধ্যেই আন্দোলনরত চাকরিপ্রার্থীদের বিভিন্ন মঞ্চের কাছে ই-মেল পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, পুজোর কার্নিভালের জন্য আগামিকাল রেড রোড ও সংলগ্ন এলাকাগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। তাই আগামিকাল আন্দোলনকারীরা কোনওভাবেই ধরনায় বসতে পারবেন না।

আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কাছে অবশ্য পুলিশের এমন নির্দেশ নতুন নয়। দীর্ঘদিন ধরে তাঁরা নিজেদের দাবি-দাওয়া নিয়ে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ও গান্ধীমূর্তির পাদদেশে ধরনা-অবস্থান চালিয়ে যাচ্ছেন। কিন্তু যে কোনও বিশেষ গুরুত্বপূর্ণ দিনে, তাঁদের কাছে পুলিশের থেকে এমন ইমেল আসে। জানিয়ে দেওয়া হয় নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট দিনগুলিতে তাঁরা ধরনায় বসতে পারবেন না। এবার কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালের ২৪ ঘণ্টা আগে থাকতে ফের একবার ময়দান থানার পুলিশের ইমেল গেল আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কাছে।

উল্লেখ্য, ধর্মতলা চত্বরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ ও গান্ধী মূর্তির পাদদেশ মিলিয়ে চাকরিপ্রার্থীদের একাধিক মঞ্চ নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। কোনও ধরনা অবস্থানের বয়স প্রায় হাজার দিন, কোনওটির আবার সাড়ে চারশো, তো কারও আবার চারশো দিনের কাছাকাছি বয়স। নিজেদের দাবিদাওয়া নিয়ে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু সমাধানসূত্র এখনও অধরা।