আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঝাঁপিয়ে বৃষ্টি, জানালেন আবহাওয়াবিদরা

Kolkata: আবহাওয়াবিদরা জানিয়েছেন, আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঝাঁপিয়ে বৃষ্টি, জানালেন আবহাওয়াবিদরা
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2021 | 9:04 AM

কলকাতা: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে। বঙ্গোপসাগরের উপর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। সেই কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা বেশি।

বুধবার আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটারের বেশি। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপের অভিমুখ হবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। ওড়িশা, ছত্রিশগড় হয়ে এটি মধ্যপ্রদেশের দিকে যাবে। দক্ষিণা বাতাস শক্তিশালী হওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আর তার জেরেই বৃষ্টি। আরও পড়ুন: রাজ্যর যুক্তিতে কতটা গুরুত্ব? নজরে আজ ভোট পরবর্তী হিংসা মামলার রায়