‘একদম অন্দর ঘুসকে মারা’, মিছিলে হামলার পাল্টা নিয়ে মন্তব্য শুভেন্দুর
নন্দীগ্রাম থেকে নিজেই প্রার্থী হবেন বলে ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের রোড শো থেকে শুভেন্দু কী বার্তা দেন, সেটাই দেখার।
কলকাতা: দক্ষিণ কলকাতায় রোড শো শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে রামবিহারী মোড় পর্যন্ত এই মিছিল হয়। আজ, শুভেন্দু গড়ে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। আর তারই পাল্টা দক্ষিণ কলকাতায় পথে নামলেন শুভেন্দু। এদিন শুভেন্দুর মিছিলে সাময়িক উত্তেজনা ছড়ায়।
*ছোট ছোট ভাইরা পাথর ছুড়ছিল। আর আপনারা যা তাড়াটা করলেন না, আমি স্যালুট করছি। একদম অন্দর ঘুসকে মারা: শুভেন্দু
*২০২১-এ সালে সোনার বাংলা গড়ার শপথ নিয়েছে ভারতীয় জনতা পার্টি। কীভাবে অন্যায় হচ্ছে চোখের সামনে দেখলেন। পুলিস আগে দলদাস ছিল এখন কালীঘাটের ভাইপোর ক্রীতদাস হয়েছে : শুভেন্দু
* হাজরার মোড়ে মিছিল করতে দেয়নি। সব মাইক খুলে নিয়েছে : শুভেন্দু
* পার্টির নেত্রীর এত বুদ্ধি যে একাই ২৯৪ টা সিটে লড়াই করেন। একাই পর্যবেক্ষক : শুভেন্দু
* প্রতি পাঁচ বছর অন্তর অন্তর নন্দীগ্রামে যান। আর মনে পড়ে না। ৫ বছর আগে আমায় প্রার্থী করেছিলেন নন্দীগ্রাম থেকে। আর এ বছর নিজে গিয়ে প্রার্থী হয়ে এলেন: শুভেন্দু
*অরুণ গুপ্তাকে ৪ টে এক্সটেনশন দিয়েছে কে? সত্য়জিৎ ব্যানার্জিকে বাঁচিয়েছেন আপনার দলের সচীব বাঁচিয়ে এসেছে: শুভেন্দু
*নন্দীগ্রামে আমি পদ্মফুল নিয়ে দাঁড়াই বা অন্য কেউ লাখ ভোটে দিদিমণিকে হারাবো। না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব: শুভেন্দু
*কালীঘাট থেকে খানিক দূরে আছি। জোরে বলুন জয় শ্রী রাম: শুভেন্দু
*এর পরের র্যালি টা করব আমি আর দিলীপ দা, গড়িয়া থেকে হাজরা : শুভেন্দু
*পারমিশন নেব না। সভা ওখানেই করব। চিঠি ফেলে আসব :শুভেন্দু
* মঞ্চে এসে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা।
* ঘটনাস্থলে কলকাতা পুলিসের বিশাল বাহিনী।
* নিরাপত্তার জোর নেই, অভিযোগ বিজেপির।
* এলাকায় কোনও পুলিস দেখা যায়নি বলে অভিযোগ বিজেপির।
* বেশ কয়েকটি বাইক ভাঙচুর হয়।
* পাল্টা ফুল ছোড়েন দিলীপ ঘোষ।
* তৃণমূলের পতাকা হাতে ইট ছুড়তে দেখা যায় বেশ কয়েকজনকে।
* ‘গো ব্যাক মীরজাফর’ স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। ছোড়া হয় ইট।
* মিছিলে দেশপ্রাণ শাসমল রোড এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
* কিছুক্ষণের মধ্যেই রাসবিহারী পৌঁছবে মিছিল।
* এই মুহূর্তে টালিগঞ্জে মিছিল।
শুভেন্দু অধিকারীর রোড শো ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মত।