‘শাস্তিমূলক বদলিকে অস্ত্র বানিয়েছে সরকার’, ৫ শিক্ষিকার বিষ পানের ঘটনায় তীব্র কটাক্ষ শুভেন্দুর
Suvendu Adhikari: সরকারি নির্দেশিকা অমান্য করা, পুলিশের কাজে বাধা দেওয়া ,আত্মহত্যার চেষ্টা ,সরকারি কর্মচারীকে আঘাত করা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে উত্তর বিধান নগর থানায়।
কলকাতা: বিকাশ ভবনের সামনে ৫ শিক্ষিকার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টায় রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই এএসকে-এমএসকে শিক্ষিকাদের তাঁদের বাড়ি থেকে অন্যায়ভাবে বদলি করা হয়েছে বলে টুইটে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। সামান্য টাকা মাসোয়ারাতে শিক্ষিকাদের থাকার জায়গা জোগাড় করাও অসম্ভব বলে তিনি দাবি করেছেন।
5 SSK & MSK Teachers consumed poison at Bikash Bhaban today while protesting their unfair transfer far away from home. They draw paltry sum per month & it won’t be feasible for them to afford accommodation even. This is punishment posting weaponized by the vindictive WB Govt.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 24, 2021
পাঁচ শিক্ষিকাকে বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এসএসকে এবং এমএসকে শিক্ষিকারা। মঙ্গলবার এই অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়।দুই শিক্ষিকা এখনও বিপদ মুক্ত নন। তাঁদের এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন ভর্তি আরজি কর হাসপাতালে। এদিকে এই ঘটনায় শিক্ষিকাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করল উত্তর বিধান থানার পুলিশ।
সরকারি নির্দেশিকা অমান্য করা, পুলিশের কাজে বাধা দেওয়া ,আত্মহত্যার চেষ্টা ,সরকারি কর্মচারীকে আঘাত করা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে উত্তর বিধান নগর থানায়। সন্ধ্যাতেই ঘটনাস্থলে যায় ফরেন্সিক টিম। ঘটনাস্থল খতিয়ে দেখে তারা।
এসএসকে ও এমএসকের পাঁচ শিক্ষিকাকে অনৈতিক ভাবে বদলি করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বদলির অস্বচ্ছতার দাবি তুলে রাস্তায় নামে শিক্ষক ঐক্য মঞ্চ। বিকাশ ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় বলে অভিযোগ। যদিও ঘটনার সময় আদৌ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ভিতরে ছিলেন কি না তা এখনও জানা যায়নি। তবে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতেই শুরু হয় ঝামেলা। এরই মধ্যে পাঁচজন একটি শিশি বের করে মুখে কিছু একটা ঢেলে দেন। এরপরই তাঁদের মুখ থেকে গ্যাঁজলা বের হতে দেখা যায়। দ্রুত তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
এক শিক্ষিকার কথায়, “আমাদের সামান্যতম বেতন দেয়। অথচ বাড়ি থেকে অত দূরে গিয়ে কাজ করতে বলছে। এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে আমাদের পক্ষে কাজ করা কী ভাবে সম্ভব?” ঘটনার প্রতিবাদে রাজনৈতিক ঝড় ওঠে। বিজেপি নেতৃত্বের কড়া সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার। বিরোধীদের দাবি, সরকার গা করেনি বলেই এই মর্মান্তিক পথে হাঁটতে বাধ্য হয়েছেন শিক্ষিকারা।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে লেখেন, “আজ বিকাশভবনের সামনে ৫ জন এসএসকে-এমএসকে শিক্ষিকা নিজেদের বাড়ি থেকে অন্যায়ভাবে বদলির প্রতিবাদে বিষ পান করেছেন। তাঁরা যে সামান্য টাকা মাসোহারা পান, তাতে তাঁদের আলাদা থাকার জায়গা জোগাড় করা সম্ভব নয়। প্রতিহিংসাপরায়ণ পশ্চিমবঙ্গ সরকার শাস্তিমূলক বদলিকে নতুন অস্ত্র বানিয়ে ফেলেছে।”
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য বলেছেন, “কেন এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তা আমরা তদন্ত করে দেখার চেষ্টা করছি।” আরও পড়ুন: পাঁচ শিক্ষিকার ‘বিষপান’, একাধিক ধারায় মামলা রুজু করল বিধাননগর উত্তর পুলিশ