Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সম্মতিপত্রের গেরোয় আটকে বাংলার কোভ্যাক্সিনের বণ্টন প্রক্রিয়া!

দেশীয় প্রযুক্তিতে তৈরি টিকার প্রোটোকল‌ই বণ্টন প্রক্রিয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কী সেই প্রোটোকল?

সম্মতিপত্রের গেরোয় আটকে বাংলার কোভ্যাক্সিনের বণ্টন প্রক্রিয়া!
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2021 | 7:37 PM

সৌরভ দত্ত: সম্মতিপত্রের গেরোয় আটকে কোভ্যাক্সিনের (Covaxin) বণ্টন প্রক্রিয়া। শুক্রবার রাজ্যে এসেছে ১ লক্ষ ১২ হাজার ৯৬০ ডোজের টিকা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই টিকা দিতে গেলে প্রাপকের সম্মতি নিতেই হবে। কোভ্যাক্সিন পাওয়ার পরে প্রাপক কেমন আছেন নির্দিষ্ট পদ্ধতি মেনে তা জানাতেও হবে। আর সেখানেই আটকে রয়েছে ‘মেক ইন ইন্ডিয়া’ টিকার বণ্টন প্রক্রিয়া।

শুধু টিকা দিলেই হবে না। চাই প্রাপকের সম্মতিও। আর সেখানেই গত তিনদিন ধরে আটকে রয়েছে ভারত বায়োটেক এবং আইসিএম‌আরের যৌথ গবেষণায় তৈরি কোভ্যাক্সিন। কোভিশিল্ড শহরে আসার সঙ্গেই রাজ্যের সবক’টি জেলায় তা পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু কোভ্যাক্সিনের ক্ষেত্রে তা দেখা যায়নি। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, দেশীয় প্রযুক্তিতে তৈরি টিকার প্রোটোকল‌ই বণ্টন প্রক্রিয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কী সেই প্রোটোকল?

কোভ্যাক্সিন পাওয়ার মাপকাঠি

টিকা প্রাপকের সুস্থতা আবশ্যক। সুস্থতার অর্থ গত তিনমাসে প্রাপককে হাসপাতালে ভর্তি করার মতো কোন‌ও গুরুতর অসুখ হয়নি।

টিকা দেওয়ার আগে সম্মতিপত্রে প্রাপকের স‌ই বাধ্যতামূলক। প্রাপক স‌ই করতে না জানলে আঙুলের ছাপ প্রয়োজন।

প্রত্যেক প্রাপককে টিকা সংক্রান্ত তথ্য জানার জন্য ‘ইনফরমেশন শিট’ দেওয়া হবে । প্রাপক পড়তে না জানলে তা পড়ে শোনাবেন টিকাকরণ আধিকারিক।

কোভ্যাক্সিন নিয়ে প্রাপকের কোন‌ও প্রশ্ন থাকলে তা স্পষ্ট করবেন টিকাকরণ আধিকারিক

টিকা নেওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া নথিভুক্ত করার জন্য প্রাপককে একটি আবেদনপত্র দেওয়া হবে।

প্রথম ডোজ পাওয়ার পরবর্তী সাতদিন ধরে প্রতিদিন সেই আবেদন পত্র প্রাপককে পূরণ করতে হবে।

দ্বিতীয় ডোজ নেওয়ার সময় আবেদনপত্র টিকাকরণ কেন্দ্রে জমা করতে হবে।

দ্বিতীয় ডোজ প্রাপ্তির পরে প্রথম ডোজের মতোই প্রাপককে পরবর্তী সাতদিন পার্শ্ব প্রতিক্রিয়া সংক্রান্ত তথ্য একটি আবেদনপত্রে নথিভুক্ত করতে হবে।

আরও পড়ুন: নন্দীগ্রামে ‘প্রার্থী’ মমতার ভোট প্রচারে বিশেষ ‘টিম’ তৃণমূলের

পদ্ধতিগত এই জটিলতার কারণেই থমকে রয়েছে কোভ্যাক্সিনের বণ্টন প্রক্রিয়া। শনিবার দিল্লির সঙ্গে এই সংক্রান্ত একটি ভিডিও কনফারেন্স ছিল স্বাস্থ্য ভবনের। বণ্টন প্রক্রিয়ার রূপরেখা রাজ্যগুলির হাতেই ছেড়েছে কেন্দ্র। রাজ্যের টিকাকরণ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনার ভিত্তিতে কীভাবে বণ্টন‌ প্রক্রিয়ার রূপরেখা তৈরি করা সম্ভব তা‌ দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।