মিছিলে ‘হামলা’, তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কসবা
অভিযোগ, কিছুদিন আগে তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপির স্থানীয় কার্যালয়ে ভাঙচুর চালায় ও এক দলীয় কর্মীকে মারধর করেন।
কলকাতা: যুযুধান দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কসবা (Kasba)। একে অপরের বিরুদ্ধে সরব তৃণমূল বিজেপি (TMC BJP Clash)। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। ১০-১২ জনকে আটক করেছে পুলিস।
ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগেই। শনিবার সকাল থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, কিছুদিন আগে তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপির স্থানীয় কার্যালয়ে ভাঙচুর চালান ও এক দলীয় কর্মীকে মারধর করেন। প্রতিবাদে কসবা থানায় স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নেয় বিজেপি। বিজেপি কর্মীরা শনিবার মিছিল করে থানায় স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলেন।
অভিযোগ, বিজন সেতুর কাছে সেই মিছিল পৌঁছতেই স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা হামলা করেন। মিছিলে থাকা কর্মীদের মারধর ও মহিলাদের ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। কয়েকজন বিজেপি কর্মী আহত হন।
তৃণমূলের পাল্টা অভিযোগ, যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। বিজেপি কর্মীরা আচমকাই তাঁদের কর্মীদের উপরে হামলা চালান বলে পাল্টা দাবি করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার পরে তৃণমূল- বিজেপি দু-তরফেই কসবা থানায় অভিযোগ জানানো হয়।
আরও পড়ুন: ‘চারটে বছর ফিরবে কি?’ আদালতের রায়ে অথই জলে ওঁরা!
থানার বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। খবর পেয়ে থানায় পৌঁছন ডিসি এসএসডি রশিদমুনির খান। দু-পক্ষের ১০-১২ জনকে আটক করে পুলিস। অধিকাংশই বিজেপি কর্মী বলেই সূত্রের খবর। পুলিশের দাবি, বিজেপি-র এদিনের কর্মসূচির কোনও অনুমতি ছিল না।
এপ্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ” বিজেপি সর্বত্র অশান্তি করছে। মানুষকে উস্কানি দিচ্ছে। বাংলার মানুষ শান্তি চায়। বহিরাগতদের উস্কানিতে ঝামেলা হচ্ছে। কসবায় বিজেপির উস্কানিতে ঝামেলা হয়েছে। আমি তৃণমূল কর্মীদের বলব বিজেপির ফাঁদে পা না দিতে।”