ভোরেই মিলেছে আভাস! আজ থেকে টানা কয়েক দিন বাংলার এই জেলাগুলিতে ঝাঁপিয়ে বৃষ্টি, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও!
ভোর হতেই স্বস্তি আনল বৃষ্টি। আগামী ১-২ ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Forecast)।
কলকাতা: রবিবার রাত পর্যন্ত ভ্যাপসা গুমোট গরম জ্বালা ধরিয়েছে শরীরে। ভোর হতেই স্বস্তি আনল বৃষ্টি। আগামী ১-২ ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Forecast)। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতেও। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামী ২৪ ঘণ্টা কলকাতারও আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। কোনও কোনও এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ইয়াসের প্রভাব কাটতেই ফের প্যাচপ্যাচে গরমে ভুগতে শুরু করেছিলেন বঙ্গবাসী। এরই মধ্যে রবিবারই আশার আলো দেখিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে আগামী বেশ কয়েকটি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ফিরেই মানুষের দুয়ারে মদন, ইয়াস বিধ্বস্তদের চাল-ডাল দিয়ে সাহায্য বিধায়কের
কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬ মিলিমিটার। ইয়াস’ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। অবস্থান বিহার-উত্তরপ্রদেশ সংযোগস্থলে। তবে বাংলার এই বৃষ্টি বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলেই হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।