অফলাইনেই চূড়ান্ত মূল্যায়ন! বাস-ট্রেন পরিষেবা স্বাভাবিক হলেই উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ
সোমবার নবান্ন থেকে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।
কলকাতা: অফলাইনে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ চায় শিক্ষা দফতর (Upper Primary Teachers Recruitment)। সেক্ষেত্রে গণপরিবহন স্বাভাবিক হলেই ইন্টারভিউ নেওয়ার কথা বলছে শিক্ষা দফতর।
অফলাইনে স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ প্রক্রিয়া হবে। চাকরিপ্রার্থীদের সশরীরেই ইন্টারভিউ দিতে হবে। অনলাইন ইন্টারভিউয়ের ওপর ভরসা রাখছে না শিক্ষা দফতর। মূলত ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার আগে অনলাইনে ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা ছিল এসএসসি-র। কিন্তু বর্তমান পরিকাঠামোতে কার্যত তা সম্ভব নয় বলে মনে করছেন দফতরের আধিকারিকরা। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের কর্তাদের বক্তব্য, লকডাউন পুরোপুরি উঠে গেলে, বাস-ট্রেন পরিষেবা কার্যত স্বাভাবিক হলে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
শনিবার রাতে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা জানানো হয়। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসএসসি-র ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে। কাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তাঁদের নামের তালিকা প্রকাশ করা হবে ওয়েবসাইটে। মূলত ১:১.৪ অনুপাতে ইন্টারভিউতে প্রার্থীদের ডাকার কথা এসএসসির।
সোমবার নবান্ন থেকে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানান তিনি। উচ্চ প্রাথমিকে ১৪,৩৩৯ টি শূন্য পদের জন্য ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়েছে।