ঋণ পাইয়ে দেওয়ার নামে ২ কোটি টাকার প্রতারণা, দিল্লি থেকে গ্রেফতার যুবক
Lake Town: গত ২৩ জুলাই লেকটাউনের বাসিন্দা ব্যবসায়ী অর্ণব বসাক থানায় অভিযোগ দায়ের করেন।
কলকাতা: ব্যবসার ঋণ পাইয়ে দেওয়ার নাম করে ২ কোটি টাকা প্রতারণার অভিযোগ। দিল্লি থেকে এক যুবককে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। এই ঘটনায় এর আগে আরও একজনকে গ্রেফতার করা হয়। তিনিই জেরার মুখে দিল্লির রাহুল শর্মা নামে ওই যুবকের কথা জানান। এরপরই দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই গ্রেফতারি।
গত ২৩ জুলাই লেকটাউনের বাসিন্দা ব্যবসায়ী অর্ণব বসাক থানায় অভিযোগ দায়ের করেন। প্রায় ১৫ কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার নাম করে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলেন তিনি। তারই তদন্তে নেমে গত ২৮ জুলাই রাতে হুগলির রিষড়া থেকে অমিতকুমার সাউ নামে একজনকে গ্রেফতার করে তদন্তকারীরা।
অমিতকুমার আদালতে তুলে লেকটাউন থানার পুলিশ নিজেদের হেফাজতে নেয়। এর পরই দফায় দফায় জেরায় অমিত কুমার দিল্লির বাসিন্দা রাহুল শর্মার কথা জানান। সেইমতোই দিল্লি থেকে রাহুল শর্মাকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। সোমবার ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে রাহুলের বিরুদ্ধে। তাঁকেও নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। আরও পড়ুন: মাতঙ্গিনীর মূর্তিতে মাল্যদান তমলুকে, সেখানেও উঠল ‘গদ্দার হঠাও’ স্লোগান