১৬-র ফর্মুলাই একুশে ভরসা বাম-কংগ্রেসের
২০১৬ সালে যেখানে বাম জিতেছিল সেখানে তাঁরাই প্রাথী দেবে। আর কংগ্রেস যে সব আসনে জিতেছিল সেখানে তাঁরা দেবে।
কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে আসন বণ্টন নিয়ে আরেকদফা বৈঠক সারল বাম-কংগ্রেস নেতৃত্ব। এ দিনের বৈঠক শেষে জানানো হয়, আপাতত ৭৭টি বিধানসভায় আসন বাঁটোয়ারা সেরে ফেলা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে ফের বৈঠকে বসছে জোটসঙ্গীরা। তখন বাকি আসনগুলি নিয়েও আলোচনা হবে। তবে জোট শিবিরের প্রাথমিক রণকৌশল, ২০১৬ সালের বিধানসভায় যে যেখানে জয়লাভ করেছিল, সেখানে সেই দলই প্রার্থী দেবে।
দুই দলের যৌথ বৈঠকে এ দিন বামেদের পক্ষ থেকে হাজির ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় ও সূর্যকান্ত মিশ্র। অন্যদিকে কংগ্রেসের তরফে উপস্থিত হন আবদুল মান্নান ও প্রদীপ ভট্টাচার্য। বৈঠক শেষে বাম পরিষদীয় দলনেতা বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা আজ ৭৭টি আসন নিয়ে আলোচনা সম্পূর্ণ করেছি। আগামী ২৮ জানুয়ারি অধীর চৌধুরীকে সঙ্গে নিয়ে বৈঠক হবে। সেদিন বাকি ২৭১ আসন নিয়ে আলোচনা হবে।
কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য জানান, মূলত যে আসনগুলিতে বাম-কং জিতেছিল, সেগুলি নিয়ে আলোচনা রফা হয়েছে এ দিন। যে আসনগুলি নিয়ে আজ আলোচনা হয়, ২০১৬ সালে তার মধ্যে কংগ্রেস ৪৪টি ও বামেরা ৩৩টি আসনে জিতেছিল। ফলে এবারও এই আসনগুলির আসন বিন্যাসে কোনও বদল হবে না। ২০১৬ সালে যেখানে বাম জিতেছিল সেখানে তাঁরাই প্রাথী দেবে। আর কংগ্রেস যে সব আসনে জিতেছিল সেখানে তাঁরা দেবে।
আরও পড়ুন: কালীঘাটে বস্তাভর্তি টাকা এল কোত্থেকে? পোড়া নোট রহস্যে উঠে এল চাঞ্চল্যকর নাম
বাকি আসনগুলি নিয়েও জট আগামী মাসের আগেই কেটে যাবে বলে আশাবাদী জোট শিবির। পরবর্তী সময়ে বাম ও কংগ্রেস দ্বিতীয় আর তৃতীয় থাকা আসনগুলি নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে আগামী সময়ে দিনে যৌথ কর্মসূচিগুলি কী কী হবে তাও জানিয়েছেন বিমানবাবু। তিনি বলেন, ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে রামলীলা ময়দান থেকে বেলেঘাটার গান্ধীভবন পর্যন্ত মিছিল হবে। আগামিকাল জেলায় জেলায় বাম-কংগ্রেসের কর্মসূচি হবে।
পাশাপাশি মঙ্গলবার রাজাবাজার থেকে পার্ক সার্কাস এবং হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত দু’টি মিছিল হবে বাম-কংগ্রেসের। হাজরার মিছিলে হাজির থাকবেন সূর্যকান্ত মিশ্র-আবদুল মান্নান। রাজাবাজারের মিছিলে থাকবেন সেলিমরা। সম্প্রীতি মিছিলে ব্যানারে এই মিছিলগুলি হবে।
আরও পড়ুন: ভোটার তালিকায় রোহিঙ্গা ‘অনুপ্রবেশ’ কীভাবে! খতিয়ে দেখবে বিজেপি