ভোট না মিটতেই চিন্তায় বামেরা, আব্বাসকে নিয়ে সতর্কতা
অনেক বাম নেতাই মনে করেছিলেন, লোকসভা ভোটের পরে হয়তো মেরুকরণ প্রভাব কমে গিয়েছে। কিন্তু সেই অনুমান যে বাস্তবের সঙ্গে সম্পর্কহীন ছিল, তা বাংলার বিধানসভা ভোট যত এগিয়েছে, ততই প্রকট হয়েছে।
প্রদীপ্তকান্তি ঘোষ: গত লোকসভা ভোটের পর প্রায় দু’বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু, ধর্মীয় মেরুকরণ থেকে বেরোনো যায়নি এখনও। তাই সংযুক্ত মোর্চার ফল নিয়ে সিপিএম খুব একটা আশাবাদী নয় বলেই খবর। এমনকি, চলতি বিধানসভা ভোটে সাফল্য পাওয়া নিয়ে সংশয়ে রয়েছে বাম শরিকরাও। জোটের অন্যতম শরিক আব্বাস সিদ্দিকিকে নিয়ে অবশ্য আপাতত ধীরে চলো নীতি নেওয়া হয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে এক বৈঠকে ষষ্ঠ দফা পর্যন্ত ভোটের কথা ওঠে বামফ্রন্টের মধ্যে। সেই সময়ে বাম শরিক সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি-রা জানায়, এ বারের ভোটেও তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক লড়াই কার্যত ধর্মীয় মেরুকরণে পরিণত হয়েছে। যা রাজ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করতে পারে বলেও জানান বৈঠকে থাকা বামফ্রন্টের শরিক নেতারা।
আলোচনায় উঠে এসেছে, ভোটের শুরুতে মেরুকরণের প্রভাব এতটা বোঝা যায়নি। তবে ভোট যত এগিয়েছে, ধর্মীয় মেরুকরণ ততই স্পষ্ট হয়েছে। অনেক বাম নেতাই মনে করেছিলেন, লোকসভা ভোটের পরে হয়তো মেরুকরণ প্রভাব কমে গিয়েছে। কিন্তু সেই অনুমান যে বাস্তবের সঙ্গে সম্পর্কহীন ছিল, তা বাংলার বিধানসভা ভোট যত এগিয়েছে, ততই প্রকট হয়েছে। তবে এখনই এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে নারাজ বাম নেতারা। তাঁরা এখন বলছেন, ভোটের ফল বেরোল সব স্পষ্ট হবে। ভোট পরবর্তী সময়ে না হয় সব নিয়ে বিশ্লেষণ করা যাবে, পৃথক পর্যবেক্ষণ সামনে আনা যাবে।
আরও পড়ুন: ভিডিয়ো: ‘নিষ্ঠুর আচরণ, একটাও মিষ্টি রাখেনি’, তৃণমূলের ক্যাম্পে লুচি খেতে গিয়ে বললেন তন্ময়
আব্বাস সিদ্দিকিকে সঙ্গে নেওয়ার ফলে মোর্চার কতটা লাভ হল, তা নিয়েও এখনই কাঁটাছেড়া করতে নারাজ আলিমুদ্দিন। বরং সময়ের উপরে ভরসা করতে চান বাম নেতারা। বিষয়টি নিয়ে রাজনৈতিক কারবারিদের অনেকের মতে, আব্বাসকে সঙ্গে নেওয়া নিয়ে সিপিএমের সঙ্গে মতানৈক্য হলেও বড় শরিকদের উপর খুব বেশি চাপ করতে পারেনি অন্য বাম শরিকরা। কারণ সর্বত্রই আব্বাসকে নিয়ে জনতার উন্মাদনা এবং জমায়েত থেকেছে ঈর্ষনীয়। সে কারণে আব্বাস নিয়ে কিছুটা সতর্ক বাম শরিকরাও।
আরও পড়ুন: ‘এই লড়াইয়ে মদন মিত্রের জয় চাই’, করোনা আক্রান্ত তৃণমূল নেতার আরোগ্য কামনায় শতরূপ