Tapas Roy: মানিকতলায় বিক্ষোভের মুখে তাপস রায়, বললেন, ‘সুদীপ করাচ্ছে’

Tapas Roy: কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি, সাধন পাণ্ডের মৃত্যুর পর এতদিন ধরে এই মানিকতলা বিধানসভায় নির্বাচন করা যায়নি, তার কারণ বিজেপির বাধা। এরপরই তাপসকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তাঁরা।

Tapas Roy: মানিকতলায় বিক্ষোভের মুখে তাপস রায়, বললেন, 'সুদীপ করাচ্ছে'
তাপস রায় ভোটপ্রচারে।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2024 | 5:21 PM

কলকাতা: মানিকতলায় তাপস রায়ের প্রচার ঘিরে অশান্তি। কলকাতা উত্তরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় রবিবার মানিকতলা ব্রিজের কাছে ১৪ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন। হুডখোলা জিপে প্রচার শুরু করেন তিনি। সে সময় মানিকতলা গণতন্ত্র বাঁচাও কমিটি বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। দাবি, মানিকতলায় উপনির্বাচন হোক।

কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি, সাধন পাণ্ডের মৃত্যুর পর এতদিন ধরে এই মানিকতলা বিধানসভায় নির্বাচন করা যায়নি, তার কারণ বিজেপির বাধা। এরপরই তাপসকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তাঁরা।

বিজেপির প্রার্থীর গাড়ির সামনে রীতিমতো শুয়ে পড়েন কেউ কেউ। সংগঠনের সদস্যদের সঙ্গে বিজেপি কর্মীদের কার্যত হাতাহাতির উপক্রম হয়। মানিকতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিজেপির দাবি, এই সংগঠন তৃণমূল প্রভাবিত।

বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, “পুলিশের সামনে হামলা হল। আমি একজন প্রার্থী। সেখানে আমার কর্মীরাও সুরক্ষিত নয়? আমি নির্দিষ্ট জায়গায় জানাব। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে। পুলিশের সামনেই আমার গাড়িতে হামলা হল।” যদিও এ নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পেলে তা যুক্ত করা হবে প্রতিবেদনে।