Loksabha Election: এগোচ্ছে ভোটের দফা, লাফিয়ে বাড়ছে বাহিনীর সংখ্যা
Central Force: তিন থেকে পাঁচ বুথ বিশিষ্ট কেন্দ্রে ন্যূনতম ১২ জন জওয়ান পাহারায় থাকবেন। পাঁচের বেশি বুথ যেখানে, সেখানে ন্যূনতম ১৮ জন জওয়ান মোতায়েন থাকবে বুথের পাহারায়। জঙ্গিপুর পুলিশ জেলায় থাকবে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কৃষ্ণনগর পুলিশ জেলায় থাকবে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদহে থাকবে ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কলকাতা: চতুর্থ দফা থেকে আরও বেশি আসনে ভোট। সেদিকে খেয়াল থেকে বাড়ানো হচ্ছে বাহিনীর সংখ্যাও। পঞ্চম দফায় ৭ আসনের ভোটে ৭৫০ কোম্পানি বাহিনী রাখা হচ্ছে। চতুর্থ দফাতেই ৫৯৬ কোম্পানি বেড়ে হচ্ছে ৭৫০ কোম্পানি বাহিনী।
কৃষ্ণনগরে কুইক রেসপন্স টিম বা কিউআরটি থাকছে ১২টি। জঙ্গিপুরে থাকছে ৬৪, মালদহে ১৪৩, মুর্শিদাবাদে ১৪৩। চতুর্থ দফায় থাকছে ৫৯৬ বাহিনী। এর মধ্যে ৫৭৮ কোম্পানি ব্যবহার করা হবে। তবে কুইক রেসপন্স টিম থাকছে ১৪৮, যা দ্বিতীয় দফার থেকে অনেকটাই কম। জেলাশাসক, পুলিশসুপারদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনও অঘটন না হয়। অন্যদিকে পঞ্চম দফায় সাত আসনের ভোটে আসছে ৭৫০ কোম্পানি বাহিনী।
তিন থেকে পাঁচ বুথ বিশিষ্ট কেন্দ্রে ন্যূনতম ১২ জন জওয়ান পাহারায় থাকবেন। পাঁচের বেশি বুথ যেখানে, সেখানে ন্যূনতম ১৮ জন জওয়ান মোতায়েন থাকবে বুথের পাহারায়। জঙ্গিপুর পুলিশ জেলায় থাকবে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কৃষ্ণনগর পুলিশ জেলায় থাকবে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদহে থাকবে ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।





