Rain in West Bengal: দক্ষিণবঙ্গে ফাঁড়া কাটছে নিম্নচাপের, সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরে
Rain in West Bengal: বর্তমানে প্রবল বৃষ্টি চলছে ঝাড়খণ্ডে। ফলে ডিভিসির জল বিপদ বাড়ায় কি না, সে দিকে কড়া নজর নবান্নের। একইসঙ্গে দুর্যোগ যদি কোনওভাবে বেড়ে যায় তা মোকাবিলাতেও সদা সতর্ক রয়েছে নবান্ন। এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস এও জানাচ্ছে, নিম্নচাপের ফাঁড়া খানিকটা কাটলেও এদিন পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে।
কলকাতা: ঝাড়খণ্ডে সরল নিম্নচাপ। তবে তার প্রভাবে আজও ভারী বৃষ্টির সতর্কতা বাংলায়। দক্ষিণবঙ্গের ৬ জেলা, উত্তরবঙ্গের ৫ জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কাল থেকে আরও বৃষ্টি বাড়বে উত্তরে। মঙ্গলবার অতিভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। কলকাতায় হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী দু থেকে তিনদিন।
এদিকে বর্তমানে প্রবল বৃষ্টি চলছে ঝাড়খণ্ডে। ফলে ডিভিসির জল বিপদ বাড়ায় কি না, সে দিকে কড়া নজর নবান্নের। একইসঙ্গে দুর্যোগ যদি কোনওভাবে বেড়ে যায় তা মোকাবিলাতেও সদা সতর্ক রয়েছে নবান্ন। এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস এও জানাচ্ছে, নিম্নচাপের ফাঁড়া খানিকটা কাটলেও এদিন পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। নিম্নচাপটি বর্তমানে উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূলে দিয়ে স্থলভাগে প্রবেশ করে ঝাড়খণ্ডের দিতে চলে গিয়েছে বলে জানাচ্ছে মৌসব ভবন। কিন্তু, যাওয়ার পথে শক্তি হারালেও প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। তাতেই খানিকটা ভয় রয়ে গিয়েছে।
এদিকে নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে দুর্যোগ অব্যাহত রয়েছে। রাতভর একটানা বৃষ্টি চলছে জেলার নানা প্রান্তে। এরমধ্যে সুন্দরবন উপকূলে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি। রাতভর বয়েছে দমকা হাওয়া। তবে সকাল থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমেছে। এদিকে এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ৫৭.৪ মিলিমিটার।