Mamata Banerjee: ‘প্রাপ্য’র দাবিতে এবার দিল্লি যাচ্ছেন মমতা, দেখা করতে চান মোদীর সঙ্গে

Mamata Banerjee: আগামী ২ এবং ৩ ডিসেম্বর, শনি ও রবিবার বুথে বুথে মিছিল করবে তৃণমূল। লক্ষ্য, কেন্দ্রের 'বঞ্চনা' সকলের সামনে তুলে ধরা। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লেখেন, 'এরপরই ডিসেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে লোকসভার অধিবেশন চলাকালীন ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার প্রাপ্য অধিকার বুঝে নিতে আমি নিজে দিল্লি যাব সকল সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। যদি সাক্ষাৎ না হয়, তাহলে রাজপথ-ই আমাদের আগামীর পথ দেখাবে।"

Mamata Banerjee: 'প্রাপ্য'র দাবিতে এবার দিল্লি যাচ্ছেন মমতা, দেখা করতে চান মোদীর সঙ্গে
মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 7:55 PM

কলকাতা: ডিসেম্বরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানাবেন বলে জানিয়েছেন বৃহস্পতিবার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমো এদিন এক সভা করেন। আর সেই সেই সভা থেকেই লোকসভা ভোটের আগে কীভাবে দলের নেতা কর্মীরা এগোবেন, সে সুর বেঁধে দেন। সেখানেই মমতা বলেন, “ডিসেম্বরের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে সংসদের অধিবেশন চলবে। আমরা সে সময় দিল্লি যাব। মানসিকভাবে তৈরি হোন। আমি যখন যাব, সমস্ত সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সময় চাইব। যদি সময় দেন ভাল, সময় না দিলে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে।”

বার্তাটা কার্যত পরিষ্কার। আক্রমণ এলে পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটতে হবে। ব্লকে ব্লকে কর্মসূচিরও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, “২৮-২৯-৩০ এই তিনদিন বিধায়কদের বিধানসভায় আসতেই হবে। বিধানসভার ভিতরে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির নীচে বসে ২ ঘণ্টা করে ধরনা দেবেন। ১০০ দিনের টাকা, বাংলা আবাসের টাকা, রাস্তার টাকা দাও।” বিধানসভা অধিবেশনের পর দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত বিধানসভা চত্বরে এই ধরনা চলবে।

পাশাপাশি আগামী ২ এবং ৩ ডিসেম্বর, শনি ও রবিবার বুথে বুথে মিছিল করবে তৃণমূল। লক্ষ্য, কেন্দ্রের ‘বঞ্চনা’ সকলের সামনে তুলে ধরা। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লেখেন, ‘এরপরই ডিসেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে লোকসভার অধিবেশন চলাকালীন ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার প্রাপ্য অধিকার বুঝে নিতে আমি নিজে দিল্লি যাব সকল সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। যদি সাক্ষাৎ না হয়, তাহলে রাজপথ-ই আমাদের আগামীর পথ দেখাবে।”