Mamata-Abhishek: ‘এত কষ্ট কীভাবে করবি?’, তীব্র গরমে অভিষেকের সংযোগ যাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ মমতার

Mamata Banerjee: মমতা বললেন, 'আমি জানি দুর্যোগ, দুর্ভোগ আছে। আমি ওকে বারণ করেছিলাম। বলেছিলাম, এত কষ্ট কীভাবে করবি? শরীর খারাপ হবে, রোদ-জলের মধ্যে। কর্মীদেরও কষ্ট হবে। কিন্তু ওরা সিদ্ধান্ত নিয়েছে মানুষের সঙ্গে সংযোগ করবে।'

Mamata-Abhishek: 'এত কষ্ট কীভাবে করবি?', তীব্র গরমে অভিষেকের সংযোগ যাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ মমতার
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্য়ায়
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2023 | 8:50 PM

কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে আরও জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে শুরু হচ্ছে দলের সংযোগ যাত্রা। বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবেন অভিষেক। ছোট ছোট সভা করবেন। আমজনতার মনের কথা বোঝার চেষ্টা করবেন। পঞ্চায়েতের আগে স্থানীয় ইস্যুগুলিতে আরও জোর দিচ্ছে তৃণমূল। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, আগামী ২৫ তারিখ থেকে টানা দুই মাস ধরে চলবে তৃণমূলের এই সংযোগ যাত্রা। বললেন, ‘ওরা সিদ্ধান্ত নিয়েছে মানুষের সঙ্গে সংযোগ করবে। ছোট ছোট সভার মধ্য দিয়ে এটি হবে। মানুষের কাছে তাঁরা যাবেন। কেউ যদি কোনও সমস্যার কথা জানান, তা শুনবেন। মানুষের তৃণমূলকে কিছু বলার থাকলে তা বলবেন।’

মমতা বললেন, ‘দুয়ারে সরকার, দিদির দূত যেমন চলছে, তেমনই দলের তরফে এই উদ্যোগটি নেওয়া হচ্ছে। কিন্তু হতে পারে, হয়ত কেউ জানেন না, তাই সার্টিফিকেট পাচ্ছেন না। ছোট-খাটো ব্যাপারে তো সাহায্য আমরা করতেই পারি। এই কর্মসূচির মাধ্যমে সেগুলি আমার নজরে আনা হলে, আমি সেগুলি করে দেব।’

উল্লেখ্য, রাজ্যে বর্তমানে এক তীব্র গরমের পরিস্থিতি। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে একাধিক জেলায়। কালবৈশাখীরও সেই অর্থে কোনও দেখা নেই। এমন অবস্থায় অভিষেক এই কর্মসূচি কীভাবে চালাবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন মমতা। এদিনের সাংবাদিক বৈঠকেও সেই কথা নিজেই জানালেন তিনি। বললেন, ‘আমি জানি দুর্যোগ, দুর্ভোগ আছে। আমি ওকে বারণ করেছিলাম। বলেছিলাম, এত কষ্ট কীভাবে করবি? শরীর খারাপ হবে, রোদ-জলের মধ্যে। কর্মীদেরও কষ্ট হবে। কিন্তু ওরা সিদ্ধান্ত নিয়েছে মানুষের সঙ্গে সংযোগ করবে। তাই ওরা ছোট ছোট মিটিংয়ের মাধ্যমে এটা করবে, যাতে মানুষের সমস্যা না হয়।’

আগামী ২৫ তারিখ থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে আরও নিবিড় জনসংযোগের কথা ভাবছে তৃণমূল। দলীয় বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, পঞ্চায়েতের আগে রাজ্যের একাধিক প্রান্তে বুথে বুথে যেতে পারেন অভিষেক।