Mamata Banerjee: এবার যাওয়ার আগে রিভিউ! দায়িত্বে সিআইডি ভিজিল্যান্স, ঘোষণা মমতার
Nabanna: সোমবার নবান্ন সভাঘরের বৈঠক থেকে পুরসভা ধরে ধরে এবং জায়গা ধরে ধরে বিধায়ক, পুলিশ অফিসার থেকে শুরু করে নেতা, সরকারি অফিসারদের রিপোর্ট কার্ড তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে হাওড়া নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।
কলকাতা: রিভিউ মিটিংয়ে রুদ্রমূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, পদাধিকারীদের কড়া বার্তা তো দিলেনই, একই সঙ্গে বড় ঘোষণা প্রশাসনের আধিকারিকদের নিয়েও। জানালেন, রিভিউ ভিজিল্যান্স হবে। নজরে রাখার জন্য আলাদা কমিটি থাকবে। উন্নয়নের কাজে কোনওরকম বাধা সহ্য করা হবে না বলে এদিন কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তার উপর অনেক আধিকারিকও তাল ঠোকেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “অনেক অফিসার আসেন, ভাবেন তিনি তো দু’বছর থাকবেন। কোনওরকমে কাটিয়ে দিতে পারলেই হল। কিন্তু সেটা তো হবে না। আপনি দু’বছর থাকলেও মনে রাখবেন আপনার কার্যসময়ের রিভিউ হবে। আপনি যাওয়ার আগে স্বচ্ছতা মেনে চলেছেন কি না তাও দেখা হবে। এখন থেকে রিভিউ কমিটি সেটা দেখবে। সেখানে ভিজিল্যান্স থাকবে, এসিপিকে রাখা হবে, সিআইডিকে রাখা হবে। এডিজি ল’ অ্যান্ড অর্ডার থাকবে। ডাইরেক্টর অব সিকিউরিটিকেও এখানে থাকতে বলব। পাবলিক সিকিউরিটিটা যেহেতু তাদের দেখতে হয়।”
সোমবার নবান্ন সভাঘরের বৈঠক থেকে পুরসভা ধরে ধরে এবং জায়গা ধরে ধরে বিধায়ক, পুলিশ অফিসার থেকে শুরু করে নেতা, সরকারি অফিসারদের রিপোর্ট কার্ড তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে হাওড়া নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। পুলিশ, নেতা, বিধায়কদের কড়া বার্তা দেন তিনি। জানিয়ে দেন, টাকা খাওয়ার লোক চাই না। জনসেবার লোক চাই।