Mamata Banerjee: কোন দফতরে কেমন কাজ? সেপ্টেম্বরের শুরুতেই প্রশাসনিক বৈঠকে বসছেন মমতা
Mamata Banerjee: নবান্ন সূত্রে খবর, আগামী ৭ সেপ্টেম্বর দুপুর একটা থেকে শুরু হবে প্রশাসনিক বৈঠক (Administrative Meeting)। রাজ্যের সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা থাকবেন ওই বৈঠকে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার,ডিজি এবং এডিজি-রাও থাকার কথা রয়েছে ওই বৈঠকে।
![Mamata Banerjee: কোন দফতরে কেমন কাজ? সেপ্টেম্বরের শুরুতেই প্রশাসনিক বৈঠকে বসছেন মমতা Mamata Banerjee: কোন দফতরে কেমন কাজ? সেপ্টেম্বরের শুরুতেই প্রশাসনিক বৈঠকে বসছেন মমতা](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/08/Mamata-Banerjee-23.jpg?w=1280)
কলকাতা : রাজ্যের কোন দফতরে কেমন কাজ হচ্ছে? সেই সব বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিতে এবার প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর, আগামী ৭ সেপ্টেম্বর দুপুর একটা থেকে শুরু হবে প্রশাসনিক বৈঠক (Administrative Meeting)। রাজ্যের সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা থাকবেন ওই বৈঠকে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার,ডিজি এবং এডিজি-রাও থাকার কথা রয়েছে ওই বৈঠকে। রাজ্যের প্রতিটি দফতরকে নিজেদের কাজকর্মের যাবতীয় খতিয়ান ওদিনের বৈঠকে নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যের সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের পাশাপাশি সংশ্লিষ্ট দফতরগুলির বিভাগীয় প্রধান এবং ডিজিদের সশরীরে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। প্রতিটি দফতর এবং সেই দফতরগুলির অধীনস্থ বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট দফতরগুলির বিভিন্ন কাজকর্মের মূল্যায়নও করবেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ক্রমেই এগিয়ে আসছে। এমন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন দফতরগুলির আওতাধীন বিভিন্ন প্রকল্পের কাজকর্মের খোঁজখবর নেওয়ার জন্য মমতার এই প্রশাসনিক বৈঠক স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন দফতরের কাজ নিয়ে বিরোধী দলগুলি বেশ চাপ তৈরি করছে রাজ্য সরকারের উপর। এমন পরিস্থিতিতে রাজ্যের সব দফতরে, কোথায় কেমন কাজ হচ্ছে, তার খোঁজখবর নিতে প্রশাসনিক বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, এর আগেও রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি জেলা ধরে ধরে আলাদা আলাদা বৈঠক করেছেন। কোথায় কেমন কাজ হয়েছে, সেই খোঁজ নিয়েছেন। এবার আগামী মাসের শুরুতে আবার প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে রাজ্যের প্রতিটি দফতরের কাজের খতিয়ান নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।