Mamata Banerjee: ‘ব্লকে ব্লকে গিয়ে মানুষকে বলো দিল্লি টাকা দিচ্ছে না’, পঞ্চায়েত ভোটের আগে ‘হাতিয়ারে’ শান মমতার

Mamata Banerjee: ১০০ দিনের কাজ নিয়ে দিল্লির বুকে সোচ্চার হচ্ছে তৃণমূল। এই প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন , "ব্লকে ব্লকে যাও। মানুষকে বলো দিল্লি টাকা দিচ্ছে না।"

Mamata Banerjee: 'ব্লকে ব্লকে গিয়ে মানুষকে বলো দিল্লি টাকা দিচ্ছে না', পঞ্চায়েত ভোটের আগে ‘হাতিয়ারে’ শান মমতার
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 3:01 PM

কলকাতা: ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে জেলায় ব্যাপক প্রচার করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি লাগাতার কেন্দ্রের সমস্যা নিয়ে ব্লকে ব্লকে নেতাদের যাওয়ার নির্দেশ দিলেন তিনি।পূর্ব মেদিনীপুরে হেলিপ্যাড গ্রাউন্ডে দাঁড়িয়ে জেলার নেতাদের এমনই নির্দেশ দেন তিনি। ১০০ দিনের কাজ নিয়ে দিল্লির বুকে সোচ্চার হচ্ছে তৃণমূল। এই প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন , “ব্লকে ব্লকে যাও। মানুষকে বলো দিল্লি টাকা দিচ্ছে না।” তবে পূর্ব মেদিনীপুরের নেতাদের উদ্দেশ্য করে বললেও তৃণমূল শিবিরের ব্যাখ্যা শুধু মেদিনীপুর না, গোটা রাজ্যেই ব্লকে ব্লকে এই কর্মসূচি পালন করবে শাসকদল।

প্রসঙ্গত, রমজান শেষ হলেই দিল্লি অভিযান করবে তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজ নিয়ে ইতিমধ্যেই অভিষেকের নেতৃত্বে দিল্লিতে সরব হয়েছে তৃণমূলের সাংসদরা । ওই একই ইস্যুতে দিল্লি অভিযানের ডাক ও দিয়েছে তৃণমূল। এবার দিল্লির বুকে সরব হওয়ার আগে ব্লকে ব্লকে দিল্লির বঞ্চনা নিয়ে সরব হওয়ার নির্দেশ দিলেন মমতা।

একশো দিনের কাজ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন অব্যহত। এই আবহেই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই মমতা বলেছেন, কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা না দিলে ‘দুর্বার’ আন্দোলন হবে। রাজ্য পঞ্চায়েত নির্বাচনের আগে মমতা এই আন্দোলন হুঁশিয়ারি অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

বাজেট ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বাজেটে ৬০ হাজার কোটি টাকা কেটে নিয়েছে যাতে আগামী দিনে ১০০ দিনের কাজ না করতে পারে। কেন ১০০ দিনের টাকা কেটে নিল কেন্দ্রীয় সরকার?” মমতা আগেই বলেছিলেন, “কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা আটকালেও রাজ্য সরকার ৪০ লক্ষ কর্মদিবস তৈরি করেছে।” এসবের মাঝেই গ্রাম সভা, পঞ্চায়েতগুলির জন্য ৯৭৯.১৫ কোটি টাকা রিলিজ করেছে মোদী সরকার। কিন্তু বাংলার একশো দিনের কাজ ও আবাস যোজনার টাকা নিয়ে নীরবই থেকেছে মোদী সরকার। বাংলার একশো দিনের কাজের টাকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটকে রাখার অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও দিল্লিতে এই নিয়ে তৎপর অভিষেক। তিনি পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু দেখা না হওয়ায় স্মারকলিপি জমা দেন। এসবের মধ্যে বাংলা ব্লক ব্লকে আন্দোলনের ডাক দিলেন সুপ্রিমো।