Saayoni Ghosh: ফোনের নয়, দিদির ছবি আমার মনের ওয়ালপেপার: সায়নী ঘোষ
Saayoni Ghosh: সূত্রের খবর, আগামী ৫ জুলাই ফের সায়নীকে ডাকতে পারে ইডি। ইডি যে তাঁকে ডাকবে, শুক্রবার রাতে সিজিও থেকে বেরিয়ে নিজেই বলেছিলেন সে কথা।
কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়ে যাওয়াতে এমনিতেই বেড়েছে অস্বস্তি। এদিকে এরইমধ্যে আবার গোদের উপর বিষফোড়া হয়ে উঠেছেন এক প্রতিবেশী। সূত্রের খবর, ইতিমধ্যেই তিনি দাবি করে বসে আছেন, সায়নী ঘোষের বাড়ির কাজের লোক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সায়নী ঘোষের (Saayoni Ghosh) ছবি ডাস্টবিনে ফেলছিলেন। তিনি জিজ্ঞেস করাতে বলেন, দিদিমণি অর্থাৎ সায়নী ঘোষই নাকি ফেলে দিতে বলেছেন। এ খবর সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে চর্চা। যদিও সায়নীর কথায়, এটা পুরোপুরি ‘ভিত্তিহীন’ দাবি।
এ বিষয়ে প্রশ্ন করা হলে এদিন খানিক মেজাজও হারাতে দেখা যায় তাঁকে। খানিক রেগেই বলে ওঠেন, “যদি বলে থাকেন তাহলে তাঁকে দিয়ে লিখিয়ে আনো আগে। আরও একশোজন আছেন, যাঁরা বলে দেবেন সায়নী ঘোষ এটা করেননি। আর মমতা দিদির ছবি, সেটা আমার ফোনের ওয়ালপেপার নয়, আমার মনের ওয়ালপেপার।” প্রসঙ্গত, শুক্রবার রাতেই ইডির ম্যারথন জেরা সামনে বাড়ি ফিরেছেন সায়নী। সূত্রের খবর, ইডি জেরায় বারবার উঠে এসেছে কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর সম্পর্কের কথা। কুন্তলের সঙ্গে তাঁর বেশ কিছু চ্যাটও হাতিয়ার হতে চলেছে তদন্তে।
যদিও সায়নী বারবারই দাবি করছেন, তিনি তদন্তে একশো শতাংশ সহযোগিতা করছেন। যতবারই ইডি তাঁকে ডাকবে ততবারই তিনি যাবেন। তিনি ভয় পান না। সায়নীর দাবি, দল পুরোদস্তুর তাঁর সঙ্গেই রয়েছে। এদিনও সাংবাদিকদের মুখোমুখি ফের বলেন সে কথা। সায়নী বলেন, “আমার দল আমার সঙ্গে আছে। আমি দলের সঙ্গে আছি। তবে নিজের লড়াইটা আমি নিজে করতে চাই। যাঁরা চোর, যাঁরা আসলে লুকিয়ে আছেন তাঁরা পালাবেন। আমি কেন পালাব বস?” সূত্রের খবর, আগামী ৫ জুলাই ফের সায়নীকে ডাকতে পারে ইডি। ইডি যে তাঁকে ডাকবে শুক্রবার রাতে সিজিও থেকে বেরিয়ে নিজেই বলেছিলেন সে কথা।