হাইভোল্টেজ সোমবার! নন্দীগ্রামে মমতা, মুখ্যমন্ত্রীর খাসতালুকে শুভেন্দু
হাইভোল্টেজ এই দুই রাজনৈতিক কর্মসূচিকে ওয়াকিবহাল মহল তৃণমূল-বিজেপির শক্তি প্রদর্শনের চ্যালেঞ্জ বলেই মনে করছে।
কলকাতা: একদিকে তৃণমূল সুপ্রিমোর সভা ঘিরে যখন নন্দীগ্রাম ফুটছে, তখন দক্ষিণ কলকাতাজুড়ে পদ্মফুলের ছড়াছড়ি। শুভেন্দু অধিকারী রোড শো ও সভা করবেন সেখানে। সোমবার সকাল থেকে রাজনীতির এই দ্বৈরথে চোখ আটকে বিভিন্ন মহলের। পাঁচ বছর পর এদিন নন্দীগ্রামে মমতার সভা। যে নন্দীগ্রামকে শুভেন্দুর গড় বলা হয়। অন্যদিকে বিজেপিতে যোগ দেওয়ার পর কলকাতায় প্রথম জনসভা অধিকারী পরিবারের মেজ ছেলের। তাও আবার রাসবিহারীতে, যেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা কালীঘাট। সোমবারের হাইভোল্টেজ এই দুই রাজনৈতিক কর্মসূচিকে ওয়াকিবহাল মহল তৃণমূল-বিজেপির শক্তি প্রদর্শনের চ্যালেঞ্জ বলেই মনে করছে।
২০০৭ সালে জানুয়ারির নন্দীগ্রাম আন্দোলনই বাংলায় পট পরিবর্তনের দিশা দেখিয়েছিল। যে আন্দোলনের নেতৃত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ শুভেন্দু অধিকারী। ৩৪ বছরের বাম-দুর্গের পতন ঘটিয়ে রাজ্যের মসনদে বসেছিল ‘মা-মাটি-মানুষের’ সরকার। তবে ২০২১-এর জানুয়ারিতে সে ছবিতে আমূল বদল। মমতা-শুভেন্দু এখন যুযুধান দুই পক্ষ। শুভেন্দু মমতার শিবির ছাড়লেও নন্দীগ্রামের সঙ্গে তাঁর নাম জুড়ে রাখতে চান। নন্দীগ্রাম আন্দোলন যে তাঁর নেতৃত্বেই সংগঠিত হয়েছিল সে বার্তাও দিতে চান। অন্যদিকে তৃণমূল প্রমাণ করতে মরিয়া, মমতাই নন্দীগ্রামের প্রকৃত নেত্রী।
আরও পড়ুন: আজ থেকে পুরনো ছন্দে মেট্রো, লাগবে না ই-পাস
এই পরিস্থিতিতেই এদিন নন্দীগ্রামের তেখালিতে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। যে নন্দীগ্রামকে শুভেন্দুর গড় বলা হয়, সেখানে ৩ লক্ষের উপরে মানুষের জমায়েতের চ্যালেঞ্জ নিয়েছেন শেখ সুপিয়ানরা। মমতার মুখ সামনে রেখে শুভেন্দু ছাড়াও যে জনপ্লাবন ঘটানো যায় সেটাই দেখাতে চান অখিল গিরিরা।
ইতিমধ্যেই টিপ্পনি কেটে রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেছেন, “উনি তো আগেও যাবেন বলেছিলেন। কিন্তু যেই পাল্টা সভা ঘোষণা করেছিলাম, তখন আর গেলেন না। এবার যান, দেখে আসুন নন্দীগ্রাম কোথায় আছে। নন্দীগ্রামে সভা করে শুভেন্দু দেখিয়ে দিয়েছেন। এবার দিদিমণির দায়িত্ব সভা করে সমান সমান প্রমাণ করার।” তৃণমূলও বিনা লড়াইয়ে এক চিমটে মাটি ছাড়তে নারাজ। শেখ সুপিয়ান শুনিয়ে রেখেছেন, সাড়ে ৩ লক্ষ মানুষ আসবেন তাঁদের নেত্রীকে দেখতে।
অন্যদিকে কলকাতায় শুভেন্দু অধিকারীর মেগা রোড শো ঘিরে সকাল থেকে প্রস্তুতি তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে এই প্রথমবার শক্তি দেখাতে নামছেন শুভেন্দু। সঙ্গী মমতার আরও এক পুরনো সৈনিক শোভন চট্টোপাধ্যায়। থাকবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষও। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে শুরু হয়ে শুভেন্দু রোড শো পৌঁছবে রাসবিহারীতে। সেখানেই শুভেন্দুর জনসভা। মমতা-অভিষেকের এলাকায় দাঁড়িয়ে কী বার্তা দেন শুভেন্দু, শুনতে উন্মুখ রাজনৈতিক মহল।