Calcutta High Court: সরকারের হয়ে লড়েছেন বহু মামলা, সেই সরকারের বিরুদ্ধেই আদালতে প্রাক্তন সরকারি আইনজীবী
Calcutta High Court: লড়েছেন শয়ে শয়ে মামলা! বকেয়া ৫৫ লক্ষের দাবিতে সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ প্রাক্তন সরকারি আইনজীবী।
কলকাতা: নিয়োগে কেলেঙ্কারি মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) একের পর এক রায়ে অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারের। কলকাতা হাইকোর্টের রায়েই প্রাইমারির চাকরি গিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikari)। তাঁর জায়গায় চাকরি পেয়েছেন ববিতা সরকার। এমনকী অঙ্কিতা যে কদিন চাকরি করেছেন সেই সময় তিনি যে বেতন পেয়েছেন তাও তাঁকে ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। এবার এরইমধ্যে সরকারের বিরুদ্ধে মামলা করেছেন প্রাক্তন সরকারি আইনজীবী। প্রাক্তন পাবলিক প্রসিকিউটর মনজিৎ সিংয়ের অভিযোগ, সরকারের জন্য শয়ে শয়ে মামলা লড়লেও তাঁর প্রাপ্য টাকা তাঁকে দেওয়া হচ্ছে না।
তাঁর এই অভিযোগ সামনে আসতেই তা নিয়ে বিস্তর চাপানউতর শুরু হয়ে গিয়েছে আইনজীবী মহলে। সূত্রের খবর, মনজিৎ সিংয়ের দাবি, এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষে তিনি যত মামলা লড়েছেন সে বাবদ তাঁর প্রাপ্য হয়েছে ৫৫ লক্ষ টাকা। প্রাপ্য চেয়ে চিঠি লিখেছেন বিভিন্ন দফতরে। চিঠির প্রতিলিপিও পাঠিয়েছেন খোদ মুখ্যমন্ত্রীকে। কিন্তু, শেষ পর্যন্ত তার কোনও সুরাহা হয়নি। সূত্রের খবর, ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর ছিলেন মনজিৎ। সেউ সময়েই লড়েছিলেন একাধিক মামলা।
এদিকে তাঁর মামলার শুনানিতেই বড় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রাক্তন পাবলিক প্রসিকিউটরকে আগামী ১০ দিনের মধ্যে সাড়ে চোদ্দো লক্ষ টাকা দিতে হবে রাজ্য সরকারকে। এদিনের রায়ে এ কথা জানিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। আগামী দু-সপ্তাহের মধ্যে এই অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর, গত মাসেই এই মামলা করেছিলেন মনজিৎ সিং। তাঁর হয়ে মামলা লড়ছিলেন তাঁর ছেলে গগণজৎ সিং। এদিকে সরকারের বিরুদ্ধে প্রাক্তন সরকারি আইনজীবীর মামলায় রাজ্য সরকারের অস্বস্তি বেশ খানিকটা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।