Infection in Children: মাঝেমধ্যেই ভুগছে জ্বর-সর্দিতে, শিশুদের কি স্কুলে পাঠানো ঠিক হচ্ছে?
Infection in Children: নতুন করে করোনা সংক্রমণও বাড়তে শুরু করেছে। তাতে উদ্বেগের কারণ আছে কি না, জানালেন বিশেষজ্ঞরা।
কলকাতা : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর নতুন করে স্কুল খুলেছে। প্রায় ২ বছর স্কুল বন্ধ থাকার পর স্কুলে গিয়ে যেন মুক্তির আস্বাদ পেয়েছে পড়ুয়ারা। এরই মধ্যে আবার নতুন করে চোখ রাঙাচ্ছে সংক্রমণ। দৈনিক সংক্রমণের হার একটু একটু করে বাড়ছে। মাঝেমধ্যে জ্বর-সর্দিতে আক্রান্ত হচ্ছেন অনেকে। এই পরিস্থিতিতে কি আবার স্কুল বন্ধ হতে পারে? পড়ুয়াদের স্কুলে পাঠানো কি ঠিক হচ্ছে? এমন প্রশ্ন আসছে অভিভাবকদের মনে। তবে, বিশেষজ্ঞরা বলছেন, এখনই স্কুল বন্ধ করার সময় আসেনি।
চিকিৎসকেরা বলছেন, স্কুল বন্ধ করার কোনও প্রয়োজন নেই। কারণ বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, শিশুদের জ্বর বা সর্দি-কাশি ৩-৪ দিনের মধ্যেই সেরে যাচ্ছে, হাসপাতালে ভর্তি করার কোনও প্রয়োজন পড়ছে না। তবে জ্বর বা গা, হাত-পা ব্যাথা থাকলে তাদের স্কুলে যাতে না পাঠানো হয়, সে ব্যাপারে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া কোনও শিশুর জ্বর দীর্ঘদিন থাকলে, সঙ্গে পেটে ব্যাথা বা গায়ে র্যাশের মতো উপসর্গ থাকলে হাসপাতালে ভর্তি করানোরও পরামর্শ দিচ্ছেন তাঁরা।
মনোরোগ বিশেষজ্ঞ প্রদীপ সাহা বলেন, কোভিড যখন প্রথম এল, তখন রাতারাতি স্কুল বন্ধ হয়ে গেল। মানুষ গৃহবন্দি হয়ে গেল। তাতে মানুষের মানসিক স্বাস্থ্য আঘাত প্রাপ্ত হল। তাই তাঁর মতে সাবধানতা অবলম্বন করতে হলেও স্কুল খোলা রাখা প্রয়োজন।
শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব সরকার উল্লেখ করেন, করোনার ক্ষেত্রে ভ্যাকসিন ভালো কাজ করেছে। বড়দের টিকা নেওয়া হয়ে গেলেও শিশুরা এখনও টিকা পাননি। তাই অনেক ক্ষেত্রে সংক্রমণ হচ্ছে তাদের, তবে তাতে ভয় পাওয়ার কিছু নেই বলেই মন্তব্য করেছেন তিনি। ভাইরাস দুর্বল হয়ে পড়েছে বলেও জানান তিনি। ড. অপূর্ব সরকার আরও জানান, নতুন করে যে সংক্রমণ বাড়ছে তার কারণ হল মানুষের অসাবধানতা। তাঁর মতে, এটাই হয়ত শেষ ঢেউ। এরপর সম্ভবত মানুষের প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে।