আরও জোরদার সাক্ষ্য-প্রমাণ জোগাড় করছে সিবিআই, নিজাম প্যালেসে স্থির হল ‘রণকৌশল’

Post Poll Violence: সপ্তাহ দুয়েক হল তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। জেলায় জেলায় গিয়ে অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দা অফিসারেরা।

আরও জোরদার সাক্ষ্য-প্রমাণ জোগাড় করছে সিবিআই, নিজাম প্যালেসে স্থির হল 'রণকৌশল'
সিবিআই, ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2021 | 10:31 AM

কলকাতা: হাইকোর্টের নির্দেশের পর ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে সিবিআই। দু’সপ্তাহ ধরে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন গোয়েন্দা আধিকারিকেরা। এরই মধ্যে পরবর্তী কৌশল ঠিক করতে বৈঠকে বসল সিবিআই। তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বসে বিস্তারিত আলোচনা করলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ আধিকারিকেরা। কোন পথে এগোলে সঠিক তদন্ত হবে, কোন কোন মামলায় অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, সেই বিষয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কলকাতার নিজাম প্যালেসে সংস্থার দফতরে চলে সেই বৈঠক। যদিও বৈঠকে অংশ নেন দিল্লি উচ্চপদস্থ কর্তারাও।

কী কী বিষয় উঠে আসে এই বৈঠকে?

প্রথমত: ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্য পুলিশ ইতিমধ্যেই যাদের আটক করেছে তারা যাতে মুক্ত না হয়ে যায়, সে দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে আধিকারিকদের। যাদের এই মামলায় গ্রেফতার করা হয়েছিল, তাদের অনেকের ক্ষেত্রেই ৯০ দিন পার হয়ে গিয়েছে। ৯০ দিনের পর জামিন পাওয়ার সম্ভাবনা থাকে। এ ক্ষেত্রে যাতে জামিন পাওয়ার সম্ভাবনা না থাকে, সে ব্যাপারেই সতর্ক করা হয়েছে। ধৃতদের ক্ষেত্রে ৯০ দিন  পার হওয়ার আগেই চার্জশিট পেশ করার কথা বলা হয়েছে। এরকম মামলা ক’টি রয়েছে, তা দ্রুত চিহ্নিত করবে সিবিআই।

দ্বিতীয়ত: যে কটি মামলার তদন্ত চলছে, সেগুলির অনেক মামলাতেই অভিযুক্তরা পলাতক। তাদের চিহ্নিত করে গ্রেফতার করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেবে সিবিআই। বৈঠকে এই সব অভিযুক্তদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তারা যাতে রাজ্যের ভাইরে বা দেশের বাইরে পালাতে না পারে, সে দিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে। এমন অনেকের পিছনেই প্রভাবশালীদের হাত থাকতে বলে অনুমান করা হচ্ছে।

তৃতীয়ত: এখনও পর্যন্ত ভোট পরবর্তী হিংসা নিয়ে মোট ৩৪ টি মামলা হয়েছে। মামলার সংখ্যা আর না বাড়িয়ে এই ৩৪টি মামলাতেই যাতে বিশেষ নজর দেওয়া হয়, সে কথা বলেছেন আধিকারিকরা। ওই সব মামলার সাক্ষ্য জোগাড় করতে হবে, প্রমাণও জোগাড় করতে হবে সিবিআইকে। সূত্রের খবর, অনেকেই এই ধরনের মামলায় সিবিআই-এর কাছে সাক্ষ্য দিতে চাইছে না। তাই যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপযুক্ত নিরাপত্তা দিয়ে সাক্ষ্য দেওয়ানোই হবে মূল লক্ষ্য। আদালতে যাতে সিবিআই-এর মুখ না পোড়েম তার জন্য যথেষ্ট প্রমাণ জোগাড় করার কথাও বলা হয়েছে।

ভোট পরবর্তী হিংসা মামলায় ইতিমধ্যেই পরপর দুটি চার্জশিট পেশ করেছে সিবিআই। শুক্রবার দ্বিতীয় চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই। বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনে ব্যারাকপুর আদালতে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে তারা। এর আগে গত বৃহস্পতিবার এই মামলায় প্রথম চার্জশিট দাখিল করেছে সিবিআই। বীরভূমের বাসিন্দা মনোজ জয়সওয়ালের মৃত্যু মামলায় এই চার্জশিট দাখিল করা হয়েছে। আরও পড়ুন: ‘মানুষ ওদের ঝেঁটিয়ে তাড়িয়েছে, তবু উৎপাত চালিয়ে যাচ্ছে’, বিশ্বভারতী প্রসঙ্গে সিপিএমকে তোপ দিলীপের