Kolkata Metro: বড়দিনে পার্ক স্ট্রিট যাওয়ার প্ল্যান? মেট্রো পরিষেবা নিয়ে কিন্তু বড় ঘোষণা…

Kolkata Metro: কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "বড়দিনে যারা পার্ক স্ট্রিটে যাবেন, তাঁদের সঙ্গে কলকাতা মেট্রো সবসময় আছে। বড়দিনে বাড়তি পরিষেবার সঙ্গে থাকছে নিরাপত্তার ব্যবস্থা। ২৫ তারিখ মোট ১৯৪টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। ৯৭টি আপ এবং ৯৭টি ডাউন।"

Kolkata Metro: বড়দিনে পার্ক স্ট্রিট যাওয়ার প্ল্যান? মেট্রো পরিষেবা নিয়ে কিন্তু বড় ঘোষণা...
প্রতীকী ছবি। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 7:39 PM

কলকাতা: বড়দিন মানেই ক্রিসমাস ক্যারল, কেকের গন্ধে ম ম চারদিক। আর পার্ক স্ট্রিটে উপচে পড়া মানুষের ভিড়। এই উৎসবের দিনে যাত্রীদের কথা মাথায় রেখে অতিরিক্ত পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। অতিরিক্ত ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে মেট্রো রেলের তরফে। একইসঙ্গে ময়দান, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট এলাকায় পর্যাপ্ত টিকিট কাউন্টারও থাকছে বড়দিনে।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “বড়দিনে যারা পার্ক স্ট্রিটে যাবেন, তাঁদের সঙ্গে কলকাতা মেট্রো সবসময় আছে। বড়দিনে বাড়তি পরিষেবার সঙ্গে থাকছে নিরাপত্তার ব্যবস্থা। ২৫ তারিখ মোট ১৯৪টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। ৯৭টি আপ এবং ৯৭টি ডাউন। সকাল ৮টা ৫৫ মিনিটে এদিনের প্রথম মেট্রো ছাড়বে দমদম থেকে। কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে।” এটা সাধারণত ৯টা ৪০-এ থাকে। পার্ক স্ট্রিটে বড়দিন উদযাপন করে মানুষ যাতে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে তার জন্য এই ব্যবস্থা।

অন্যদিকে ২৫ তারিখের নিরাপত্তার কথা মাথায় রেখে কড়াকড়ি থাকছে। মেট্রো স্টেশনের প্রতিটি এন্ট্রি ও এক্সিট গেটে আরপিএফ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের জন্য থাকবে তারা। পার্ক স্ট্রিট স্টেশনে মোতায়েন থাকবে পর্যাপ্ত মহিলা আরপিএফ আধিকারিক। শিশু ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে থাকবে তারা। এছাড়া পার্ক স্ট্রিট, ময়দান, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি স্পেশাল টিম থাকবে। একজন আরপিএফ সাব ইন্সপেক্টর / অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং চারজন পুলিশ কর্মী থাকবেন। সঙ্গে আরও একটি স্পেশাল টিম থাকবে পার্ক স্ট্রিট স্টেশনে।