Kolkata Metro in Durga Puja: ষষ্ঠীর দিনেও মধ্যরাত পর্যন্ত মেট্রো পরিষেবা, লক্ষ্মীপুজোর আগে পর্যন্ত বিশেষ পরিষেবা

Kolkata Metro in Durga Puja: এদিন বিবৃতি জারি করে কলকাতা মেট্রোর তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সেখানেই বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ আমরা রেখেছি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মধ্যরাত পর্যন্ত মেট্রো চালানো হবে।

Kolkata Metro in Durga Puja: ষষ্ঠীর দিনেও মধ্যরাত পর্যন্ত মেট্রো পরিষেবা, লক্ষ্মীপুজোর আগে পর্যন্ত বিশেষ পরিষেবা
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2023 | 7:00 PM

কলকাতা: সপ্তমী থেকে প্রতিবারই চলে। এবারও সিদ্ধান্ত হয়েছিল পুজোর ভিড় সামাল দিতে সপ্তমী, অষ্টমী ও নবমীতে রাতভর চলবে মেট্রো। কিন্তু, কোথায় কী! মহালয়া থেকেই কলকাতার নামজাদা সব পুজো মণ্ডপে দেখা গিয়েছিল দেদার ভিড়ের ছবি। দিন যত গড়িয়েছে ততই যেন জলপ্লাবনে ভেসেছে তিলোত্তমার রাজপথ। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু মানুষের ভিড়ের ছবি। এদিকে ট্র্যাফিক জ্যাম এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে অনেকেই ভরসা করছেন মেট্রোতে। তৃতীয়া, চুতুর্থী পঞ্চমীতে মেট্রোয় হয়েছে রেকর্ড ভিড়। পঞ্চমীর দিন কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রোয় ভিড় হয়েছিল প্রায় ৮ লাখ মানুষের। এরইমধ্য়ে বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর। 

এবার ভিড়ের ঠেলা সামাল দিতে ষষ্ঠীতেও মধ্যরাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আগেই বলা হয়েছিল যাত্রীদের সুবিধার্থে পঞ্চমী (১৯/১০/২৩) এবং ষষ্ঠী (২০/১০/২৩) কলকাতায় চলবে ২৮৮ টি মেট্রো। পাশাপাশি আগামী এক সপ্তাহের জন্য মেট্রো পরিষেবার ক্ষেত্রে বড় বদল আনা হয়েছে। 

এদিন বিবৃতি জারি করে কলকাতা মেট্রোর তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সেখানেই বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ আমরা রেখেছি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মধ্যরাত পর্যন্ত মেট্রো চালানো হবে। প্রথম সার্ভিস মিলবে সকাল ৬টা ৫০ মিনিটে। শেষ পরিবেষা মিলবে ১১টা ১০ মিনিটে। ব্যস্ত সময়ে প্রতি ৬ অথবা ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে বলে খবর। অন্যদিকে মেট্রোর তরফে জানানো হয়েছে আগামী ২৭ অক্টোবর ২৩৪টির বদলে ২৫২টি মেট্রো চলবে নর্থ-সাউথ ব্লু লাইনে।