Durga Puja Special Train: এক দিনেই প্রায় ২ কোটি টাকা! আপনার প্যান্ডেল হপিংয়ে সোনায় সোহাগা রেলের
Durga Puja Crowd: শুধু চতুর্থীতেই পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে ১৯ লাখ ৭৬ হাজারেরও বেশি যাত্রী ট্রেনে চেপেছেন। তা থেকে রেলের আয় হয়েছে প্রায় ২ কোটি টাকার কাছাকাছি। শুধু চতুর্থীতেই ১ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৩৩৫ টাকা আয় রয়েছে শিয়ালদহ ডিভিশনে।
কলকাতা: পুজোর মরশুমে ভরপুর লক্ষ্মীলাভ রেলের। মহালয়ার দিন থেকেই শহর ও শহরতলির পুজো মণ্ডপগুলিতে ভিড় (Pandal Hopping) জমতে শুরু করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে ভিড় আরও বেড়েছে। শহরের রাজপথ থেকে অলিগলি, সর্বত্র মানুষের ঢল। আর এসবের মধ্যেই প্রচুর আয় হচ্ছে রেলেরও (Indian Railways)। শুধু চতুর্থীতেই পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) ১৯ লাখ ৭৬ হাজারেরও বেশি যাত্রী ট্রেনে চেপেছেন। তা থেকে রেলের আয় হয়েছে প্রায় ২ কোটি টাকার কাছাকাছি। শুধু চতুর্থীতেই ১ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৩৩৫ টাকা আয় রয়েছে শিয়ালদহ ডিভিশনে।
পরিসংখ্যান বলছে, এই রেকর্ড গতবছরকেও ছাপিয়ে গিয়েছে। ২০২২ সালে চতুর্থীতে শিয়ালদহ ডিভিশনে প্রায় ১৬ লাখ ৯১ হাজার যাত্রী ট্রেনের টিকিট কেটেছিলেন। তা থেকে রেলের আয় হয়েছিল দেড় কোটির কিছু বেশি। এবার সেই রেকর্ডকেও ছাপিয়ে গিয়ে প্রায় ২ কোটির কাছাকাছি টাকা আয় রয়েছে শিয়ালদহ ডিভিশনে।
এবারে পুজোর মরশুমে যাত্রীদের ভিড় সামাল দিতে একগুচ্ছ পদক্ষেপ করেছে রেল। চালু করা হয়েছে বহু স্পেশাল লোকাল ট্রেন। পঞ্চমী থেকেই সেই পরিষেবা চালু হয়ে গিয়েছে। শিয়ালদহ ডিভিশনে মোট ১৮টি অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে পুজোর দিনগুলিতে। দশমী পর্যন্ত মিলবে এই স্পেশাল লোকাল ট্রেনগুলি। শুধু শিয়ালদহ ডিভিশনেই নয়, হাওড়া ডিভিশনেও আটটি পুজো স্পেশাল লোকাল ট্রেন চালানো হচ্ছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। এর পাশাপাশি আসানসোল ডিভিশনও চারটি পুজো স্পেশাল মেমু ট্রেন চালানো হচ্ছে ষষ্ঠী থেকে।