Minakshi Mukherjee: মীনাক্ষীর নামে ভুয়ো খবর ছড়াচ্ছে ফেসবুকে, সতর্ক করলেন বামনেত্রী
Minakshi Mukherjee: ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম একটা নবান্ন অভিযান আছে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে বিরোধী দলের নেতা, যিনি কি না বিজেপিরও নেতা। তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন। এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সঙ্গে আমার নাম যুক্ত করে প্রচার করেছেন। এটা অনৈতিক কাজ।"
কলকাতা: মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ব্যানারে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তবে এই আহ্বান নিয়ে নানামহলে প্রশ্ন উঠছে। আসলে কারা এই ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’? ২৩ অগস্ট তিন যুবক প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নিজেদের ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর আহ্বায়ক হিসাবে দাবি করেন। এসবের মধ্যেই এবার সরব ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বিস্ফোরক অভিযোগ তুললেন মীনাক্ষী। তাঁর অভিযোগ, তাঁর নাম এই অভিযানের সঙ্গে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এসএফআই, ডিওয়াইএফআই বা বাম সংগঠনরা এই নবান্ন অভিযানকে একেবারেই সমর্থন করছে না, তা স্পষ্ট করে দেন মীনাক্ষী।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম একটা নবান্ন অভিযান আছে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে বিরোধী দলের নেতা, যিনি কি না বিজেপিরও নেতা। তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন। এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সঙ্গে আমার নাম যুক্ত করে প্রচার করেছেন। এটা অনৈতিক কাজ। জনমানসে বিভ্রান্তি তৈরির জন্য এই কাজ করেছেন। এই অনৈতিক কাজকে আমরা ডিওয়াইএফআইয়ের তরফে ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি।”
মীনাক্ষীর বক্তব্য, আরজি করের পক্ষ থেকে এসএফআই, ডিওয়াইএফআই রাস্তায় আছে। শুধু তাঁরাই নন, মীনাক্ষী বলেন, গোটা রাজ্যের মানুষ, দেশ, বিদেশের মানুষ পথে নেমেছেন বিচারের দাবিতে। বিরাট লড়াইকে ভাঙার জন্য এই ধরনের বিভ্রান্তি তৈরিরই অপচেষ্টা থেকে এই কাজ করা হচ্ছে।
নবান্ন অভিযানের কর্মসূচি সম্পর্কে মীনাক্ষী বা ডিওয়াইএফআইের বিস্তারিত কিছুই জানা নেই বা জানার কথাও নয়, বলেন এই বামনেত্রী। স্পষ্ট করে দেন, “আমি, আমাদের সংগঠনের কেউ, ডিওয়াইএফআই, এসএফআই বা কোনও বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সঙ্গে কোনও যোগাযোগ নেই। আরএসএস, ভিএইচপির ছাত্র সমাজের পাতা ফাঁদে পা দেবেন না।” স্পষ্ট করে দেন, ২৭ তারিখ গোটা রাজ্য, জেলায় জেলায়, প্রতি ব্লকে আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নামবেন তাঁরা।