Mukul Roy: মুকুল রায়কে তলব ইডির, কোন মামলায় ডাক পড়ল তাঁর?

Mukul Roy: দিল্লিতে সদর দফতরে মুকুল রায়কে ডেকে পাঠিয়েছে ইডি। তবে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের বক্তব্য, এই মুহূর্তে তাঁর বাবার যা শারীরিক পরিস্থিতি তাতে কোনওভাবেই দিল্লি যাওয়া সম্ভব নয়। তিনি জানান, ইডির তদন্তকারীরা চাইলে তাঁদের বাড়িতে আসতে পারেন। বাড়িতে আসলে সম্পূর্ণভাবে তদন্তে সহযোগিতা করবেন।

Mukul Roy: মুকুল রায়কে তলব ইডির, কোন মামলায় ডাক পড়ল তাঁর?
মুকুল রায়।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2024 | 4:10 PM

কলকাতা: মুকুল রায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। দিল্লির অফিসে তলব করা হয়েছে মুকুল রায়কে। সূত্রের খবর, অ্যালকেমিস্ট দুর্নীতি মামলায় তলব করা হয়েছে কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে। ১৯ ফেব্রুয়ারি মুকুল রায়কে তলব করা হয়েছে দিল্লিতে। পাল্টা মুকুল-পুত্র শুভ্রাংশু রায় জানান, বাড়িতে এলে তদন্তে সহযোগিতা করা হবে। সূত্রের খবর, ধৃত কেডি সিংকে জেরা করে ইডির হাতে বিশেষ কিছু তথ্য উঠে এসেছে। তার ভিত্তিতেই এবার মুকুলকে তলব।

দিল্লিতে সদর দফতরে মুকুল রায়কে ডেকে পাঠিয়েছে ইডি। তবে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের বক্তব্য, এই মুহূর্তে তাঁর বাবার যা শারীরিক পরিস্থিতি তাতে কোনওভাবেই দিল্লি যাওয়া সম্ভব নয়। তিনি জানান, ইডির তদন্তকারীরা চাইলে তাঁদের বাড়িতে আসতে পারেন। বাড়িতে আসলে সম্পূর্ণভাবে তদন্তে সহযোগিতা করবেন।

অন্যদিকে ২১ ফেব্রুয়ারি দিল্লিতে তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকেও তলব করেছে ইডি। আর্থিক তছরুপের একটি মামলাতে দেবকে ডাকা হয়েছে বলে খবর। লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্যে। চারদিকে ভোটের প্রস্তুতি। সক্রিয়তা বাড়াচ্ছে এজেন্সিগুলিও। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতার হয়েছেন ইডির হাতেই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকেও নোটিস ধরানো হয়েছে। বিহারে লালুপ্রসাদ যাদব, রাবড়িদেবীকেও ধরানো হয়েছিল নোটিস। এ রাজ্যের বিভিন্ন মামলায় শাসকশিবিরের একাধিক নেতা, মন্ত্রীকে নোটিস ধরানো হয়েছে। ফেব্রুয়ারিতেই ডাক পড়ল মুকুল রায়, দেবের।