Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মহাপঞ্চমীর এক সকালে বলেছিলেন ‘তৃণমূল ছাড়ছি’! আজ বাদলবেলায় তৃণমূল ভবনে সেই মুকুল রায়

Mukul Roy: কোনও এক আশ্বিনের শারদপ্রাতে দল বদলের যে ছবি বাংলা দেখেছিল, তারই অদ্ভূত সমাপতনের দেখা মিলল জ্যেষ্ঠের বাদলবেলায়।

মহাপঞ্চমীর এক সকালে বলেছিলেন 'তৃণমূল ছাড়ছি'! আজ বাদলবেলায় তৃণমূল ভবনে সেই মুকুল রায়
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jun 11, 2021 | 3:14 PM

কলকাতা: ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর। মহাপঞ্চমীর সকাল। সাংবাদিক বৈঠক ডাকলেন তৎকালীন তৃণমূল নেতা-রাজ্যসভার সাংসদ মুকুল রায় (Mukul Roy)। দেবীর বোধনের আগেই দিলেন ‘বিসর্জন’ বার্তা। বললেন, “দলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিচ্ছি।” ব্যস! এটুকু বলেই সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন তৃণমূলের সঙ্গে।

তখনও তৃণমূলের অন্দরে প্রশান্ত কিশোর (পিকে)-এর তেমন নামযশ হয়নি। রাজনীতির রণকৌশল নির্ধারণ কাকে বলে অক্ষরে অক্ষরে বুঝিয়েছিলেন মুকুল রায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাণক্য ছিলেন তিনি। ‘মমতাদি’র ছায়াসঙ্গী। মুকুল কোনওদিন সামনের সারির যোদ্ধা নন। তাঁর ভূমিকা অনেকটা মহাভারতে শ্রীকৃষ্ণের মত। অর্জুন লড়বেন, আর তিনি পথ দেখাবেন। মুকুল সেই সারথী, যাঁর দেখানো পথে এগিয়ে যেতে পারেন সেনানায়ক।

কিন্তু তৃণমূলের সঙ্গে সেই সম্পর্কের রসায়নে চিড় ধরা শুরু হয় ২০১৫ সালের ৩০ জানুয়ারি। সারদাকাণ্ডে সেদিন মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। যা নিয়ে দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া শুরু হয় মুকুলের। এমনকী শোনা যায়, হাজতবাস এড়াতে মুকুল নাকি বিজেপির সঙ্গে সম্পর্ক মজবুত করছিলেন তলে তলে। এরপর ধীরে ধীরে ঘাসফুল থেকে মুকুল খসার আবহ তৈরি হতে শুরু করে। রাজ্যের দেওয়া জেড ক্যাটাগরির নিরাপত্তা ছাড়েন মুকুল রায়। তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ হারানো শুরু হয় তাঁর। পরিবহণ, পর্যটন ও সংস্কৃতির স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হয় তাঁকে। স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় কমিটির সদস্য হিসাবেও তাঁর নাম প্রত্যাহার করে নেয় তৃণমূল। একাধিক স্থায়ী কমিটি, ভিন রাজ্যের দায়িত্ব থেকেও মমতা সরিয়ে দেন তৃণমূলের এক সময়ের ‘সেকেন্ড ইন কম্যান্ড’কে।

এরপর ২০১৭ সালে সারদার সঙ্গে মুকুলের জন্য জোড়া ফলা হয়ে ওঠে নারদকাণ্ড। নারদ স্টিং অপারেশন ঘিরে হইচই পড়ে রাজ্যজুড়ে। তদন্তকারীরা মুকুলকে ডেকে পাঠালে সে সময় তিনি দাবি করেন, “আমি একমাত্র যাকে টাকা নিতে দেখা যায়নি।” মুকুলের এই মন্তব্য সেদিন বুঝিয়ে দিয়েছিল নারদকাণ্ডে তাঁর বাকি সতীর্থদের থেকে তিনি আলাদা। একইসঙ্গে বুঝিয়েছিলেন, এবার অন্য গাছে মুকুল ধরার সময় এগিয়ে আসছে। ২০১৭ সালের জুন মাসে সিবিআই নারদকাণ্ডের তদন্ত শুরু করে। সে বছরের সেপ্টেম্বরে তৃণমূল ছাড়েন। ওই বছরই ৩ নভেম্বর ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন মুকুল রায়।

আরও পড়ুন: মুকুল-সব্যসাচী জল্পনার মধ্যেই আরও জোরাল রাজীবের তৃণমূল যোগের সম্ভাবনা, ফিরতে পারেন আগামী সপ্তাহেই

২০২১ সালের ১১ জুন। আবারও তৃণমূল ভবনে মুকুল রায়। কোনও এক আশ্বিনের শারদপ্রাতে দল বদলের যে ছবি বাংলা দেখেছিল, তারই অদ্ভূত সমাপতনের দেখা মিলল জ্যেষ্ঠের বাদলবেলায়। শুধু রাজ্য নয়, এ ছবি দিল্লিতে বসেও দেখছেন অনেকেই।

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'