Municipality Scam: এবার পুরকর্মীদের বায়োমেট্রিক মেলাবে ইডি, ‘বিপদ’ বাড়বে অনেকেরই

ED: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীনই ইডির নজরে এসেছে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আদালতেও এ প্রসঙ্গ ওঠে। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। ইডিও সমান্তরালভাবে তদন্ত শুরু করে। আর সেই তদন্তে নেমেই কামারহাটি, বর্ধমান, নিউ বারাকপুর, বারাকপুর, পানিহাটি, দমদম, দক্ষিণ দমদম, বিধাননগর-সহ একাধিক পুরসভা বা পুরনিগম ইডির স্ক্যানারে।

Municipality Scam: এবার পুরকর্মীদের বায়োমেট্রিক মেলাবে ইডি, 'বিপদ' বাড়বে অনেকেরই
ইডির নজরে পুরনিয়োগ।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2023 | 2:40 PM

কলকাতা: পুর নিয়োগ কেলেঙ্কারিতে আতস কাচের তলায় থাকা সবক’টি পুরসভার হাজিরা খাতা এবং বায়োমেট্রিক মেশিন এবার নিজেদের নজরে আনছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যাঁরা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছিলেন, তাঁরা কোনওরকম কাজকর্ম না করে বা কর্মস্থলে হাজিরা না দিয়েই বেতন তুলেছেন বলে মনে করছেন তদন্তকারী সংস্থা। সূত্রের দাবি, এ ব্যাপারে ইতিমধ্যে পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে কথা বলেছে তদন্তকারীরা। অর্থাৎ শুধুমাত্র টাকার বিনিময় চাকরি নয়, কর্তব্য পালনেও বেনিয়ম হয়েছে বলে ইডি সূত্রে খবর।

পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ইডির নজরে অভিযুক্ত কর্মীদের হাজিরা। ১০টি পুরসভার নাম এক্ষেত্রে উঠে আসছে বলেই সূত্রের খবর। সূত্রের দাবি, ১০টি পুরসভার হাজিরার বায়োমেট্রিক নথি চাওয়া হয়েছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীনই ইডির নজরে এসেছে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আদালতেও এ প্রসঙ্গ ওঠে। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। ইডিও সমান্তরালভাবে তদন্ত শুরু করে। আর সেই তদন্তে নেমেই কামারহাটি, বর্ধমান, নিউ বারাকপুর, বারাকপুর, পানিহাটি, দমদম, দক্ষিণ দমদম, বিধাননগর-সহ একাধিক পুরসভা বা পুরনিগম ইডির স্ক্যানারে।

ইডির জানতে পেরেছে, এমনও হয়েছে, টাকা দিয়ে ঘুরপথে চাকরি নিয়েও নিয়মিত দফতরে যাননি অনেকে। কারও কারও ক্ষেত্রে এক মাসও করেননি, কেউ কেউ কাজ করেননি ৬ মাস পর্যন্ত, অথচ বেতন পেয়েছেন হাতে। সেই নামগুলিই এবার ধরে ধরে জানতে চায় ইডি।