ছয়ে নাড্ডা, সাতে মোদী, আটে শাহ, পরে ফের নাড্ডা! রথের অনুমতি চাইল বিজেপি

যাত্রার সূচনার সময় থেকেই বিজেপি সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে রাজ্যে। মাত্র পাঁচদিনের ব্যবধানে বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

ছয়ে নাড্ডা, সাতে মোদী, আটে শাহ, পরে ফের নাড্ডা! রথের অনুমতি চাইল বিজেপি
ফাইল ছবি।
Follow Us:
| Updated on: Feb 01, 2021 | 5:46 PM

কলকাতা: পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যে পরিবর্তন যাত্রা নামক রথযাত্রা শুরু করতে চলেছে বিজেপি (BJP)। আর সেই যাত্রার সূচনার সময় থেকেই বিজেপি সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে রাজ্যে। মাত্র পাঁচদিনের ব্যবধানে বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।

ইতিমধ্যেই রথযাত্রার জন্য অনুমতি চেয়ে প্রশাসনকে চিঠি দিয়েছে বঙ্গ বিজেপি। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে এই চিঠি দেওয়া হয়েছে। প্রথম রথ ৬ ফেব্রুয়ারি বের হবে নদিয়ার নবদ্বীপ টাউন থেকে, শেষ হবে উত্তর ২৪ পরগনার বারাকপুরে। উদ্বোধন করবেন জেপি নাড্ডা। তিনি ওই দিনই রাজ্যে আসছেন। এর পরদিন, অর্থাৎ ৭ জানুয়ারি রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ায় সরকারি অনুষ্ঠান রয়েছে তাঁর।

দীর্ঘ প্রতীক্ষার পর অমিত শাহও আসবেন। আগামী ৮ জানুয়ারি রাজ্যে দু’দিনের সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বনগাঁর ঠাকুরগরে তাঁর সভা হওয়ার কথা রয়েছে গত মাস থেকেই। তবে এই সফরে তাঁর সভা হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। ৯ ফেব্রুয়ারিও রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ১০ ফেব্রুয়ারি ফের একবার রাজ্যে জেপি নাড্ডা আসবেন।

আরও পডুন: ‘হুক্কা হুয়া বাজেট’! বাংলায় আপনারা কী করবেন, সব করে দিয়েছি: মমতা

অন্যদিকে বিজেপির মোট পাঁচটি পরিবর্তন যাত্রার রথ রাজ্যে বের হতে চলেছে। ৬ ফেব্রুয়ারির পর দ্বিতীয় রথ বের হবে ৮ ফেব্রুয়ারি। একসঙ্গে দু’টি রথ বের হবে সেদিন। প্রথম রথটি কোচবিহার থেকে শুরু হয়ে মালদা টাউনে থামবে। দ্বিতীয়টি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে শুরু হয়ে কলকাতায় থামবে। পরদিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারিও একযোগে দু’টি রথ ছাড়তে চলেছে। প্রথম রথটি ঝাড়গ্রাম থেকে ছেড়ে বেলুড়ে থামবে। দ্বিতীয়টি তারাপীঠ থেকে শুরু করে যাবে পুরুলিয়া টাউন পর্যন্ত।

আরও পডুন: টার্গেট উত্তর! জমি পুনরুদ্ধারে কোন ‘মাস্টার স্ট্রোক’ দেবেন মমতা?