ISF: জামিন পেলেন না নওশাদ, ১৮ জনের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত

ধৃত নাবালক ISF কর্মীরও জামিন খারিজ হয়ে গিয়েছে। তাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

ISF: জামিন পেলেন না নওশাদ, ১৮ জনের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত
আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2023 | 6:37 PM

কলকাতা: ধর্মতলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ধৃত ISF নেতা নওশাদ সিদ্দিকী সহ ১৮ জনের জামিন খারিজ হয়ে গেল। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত সকলকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। এমনকি, এই সংঘর্ষের ঘটনায় ধৃত নাবালক ISF কর্মীরও জামিন খারিজ হয়ে গিয়েছে। তাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আদালত সূত্রে জানা গিয়েছে, কলকাতার ধর্মতলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ধৃত ISF নেতা নওশাদ সিদ্দিকী সহ ১৯ জনকে এদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে এক নাবালকও ছিল। আদালত ওই নাবালক সহ সকলেরই জামিন খারিজ করে দেয়। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত নাবালককে হোমে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ২৪ জানুয়ারি তাকে জুভেনাইল আদালতে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে, ISF নেতা নওশাদ সিদ্দিকী সহ ১৮ জনকে ১৪ দিনের পুলিশ হেফাজতে রাথখার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১ ফেব্রুয়ারি সকলকে আদালতে তোলা হবে।

এদিকে, আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠার সময়ও রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হন ISF নেতা নওশাদ সিদ্দিকী। চিৎকার করে তিনি বলতে থাকেন, “মানুষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই চলবে।”

প্রসঙ্গত, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করেই শনিবার গণ্ডগোলের সূত্রপাত। ভাঙড়ের হাতিশালায় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ (Trinamool-ISF Clash) শুরু হয়। একে-অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। সেই হামলারই আঁচ পড়ে শহর কলকাতায়। শনিবার বিকালে ধর্মতলায় (Esplanade) পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বাঁধে আইএসএফ কর্মীদের। পুলিশকর্মীদেরও মারধরের অভিযোগ ওঠে। এরপর পুলিশের তরফে চলে ব্যাপক ধরপাকড়। গ্রেফতার করা হয় আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী সহ ১৯ জন। যার মধ্যে এক নাবালকও রয়েছে। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, অস্ত্র নিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা, সরকারি কর্মীদের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের উপর হামলা, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের এদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। এগুলির মধ্যে অধিকাংশই ছিল জামিন অযোগ্য ধারা।